ETV Bharat / bharat

তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত 6 - EXPLOSION AT FIRECRACKER UNIT

পুলিশের প্রাথমিক অনুমান, বাজি তৈরির জন্য রাসায়নিক মিশ্রণ করার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ বিস্ফোরণের ফলে কারখানার ঘর ভেঙে পড়েছে ৷

EXPLOSION AT FIRECRACKER UNIT
তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 1:09 PM IST

চেন্নাই, 4 জানুয়ারি: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ মৃত কারখানার 6 জন কর্মী ৷ শনিবার সকালে তামিলনাড়ুর বিরুধুনগরে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বিরুধুনগরের সাত্তুরের কাছে বোমায়াপুরম এলাকায় অবস্থিত বাজি কারখানাটি ৷ এদিন সকালে বিকট আওয়াজ শুনতে পেয়ে বাজির মশলা তৈরির ঘরের দিকে ছুটে আসেন বাকি কর্মীরা ৷ দৃশ্য় দেখে চক্ষু চড়কগাছ ৷ দেখেন ভয়াবহ বিস্ফোরণে ধুলিসাৎ হয়ে গিয়েছে কারখানার 4টি ঘর ৷

সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীকে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন তারা ৷ এখনও পর্যন্ত 6 জন কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ইতিমধ্য়েই, কারখানার মালিক বালাজি, সসি বালান ও ম্যানেজার দাস প্রকাশের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর ৷

জানা গিয়েছে, 40টি ঘরের এই কারখানায় মোট 80 জন কর্মী কাজ করেন ৷ রোজকারের মতন এদিন সকালে কারখানার কাজ শুরু হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বাজির মশলা তৈরির সময় রাসায়নিক কোনও পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে ৷ যদিও এই বিষয়ে নিশ্চিত কোনও তথ্য় এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ পুলিশের তথ্য অনুযায়ী, মৃত শ্রমিকরা হলেন ভেলুমুরুগান, নাগারাজ, কামারাজ, শিবাকুমার, কান্নান এবং মিনাক্ষ্মীসুন্দরম ৷

শেষ পাওয়া খবর অনুযায়ী, কারখানার আগুন এখনও নেভাতে পারেননি দমকল কর্মীরা ৷ কারখানায় বাজি মজুত থাকায় আগুন ছড়ানোর সঙ্গে সঙ্গে ফেটে উঠচ্ছে একের পর এক বাজি ৷ ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ৷

পড়ুন: কুকুরের উপর বর্জ্য ফেলায় দলিত মহিলা ও মেয়েকে মারধর

চেন্নাই, 4 জানুয়ারি: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ মৃত কারখানার 6 জন কর্মী ৷ শনিবার সকালে তামিলনাড়ুর বিরুধুনগরে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বিরুধুনগরের সাত্তুরের কাছে বোমায়াপুরম এলাকায় অবস্থিত বাজি কারখানাটি ৷ এদিন সকালে বিকট আওয়াজ শুনতে পেয়ে বাজির মশলা তৈরির ঘরের দিকে ছুটে আসেন বাকি কর্মীরা ৷ দৃশ্য় দেখে চক্ষু চড়কগাছ ৷ দেখেন ভয়াবহ বিস্ফোরণে ধুলিসাৎ হয়ে গিয়েছে কারখানার 4টি ঘর ৷

সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীকে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন তারা ৷ এখনও পর্যন্ত 6 জন কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ইতিমধ্য়েই, কারখানার মালিক বালাজি, সসি বালান ও ম্যানেজার দাস প্রকাশের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর ৷

জানা গিয়েছে, 40টি ঘরের এই কারখানায় মোট 80 জন কর্মী কাজ করেন ৷ রোজকারের মতন এদিন সকালে কারখানার কাজ শুরু হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বাজির মশলা তৈরির সময় রাসায়নিক কোনও পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে ৷ যদিও এই বিষয়ে নিশ্চিত কোনও তথ্য় এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ পুলিশের তথ্য অনুযায়ী, মৃত শ্রমিকরা হলেন ভেলুমুরুগান, নাগারাজ, কামারাজ, শিবাকুমার, কান্নান এবং মিনাক্ষ্মীসুন্দরম ৷

শেষ পাওয়া খবর অনুযায়ী, কারখানার আগুন এখনও নেভাতে পারেননি দমকল কর্মীরা ৷ কারখানায় বাজি মজুত থাকায় আগুন ছড়ানোর সঙ্গে সঙ্গে ফেটে উঠচ্ছে একের পর এক বাজি ৷ ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ৷

পড়ুন: কুকুরের উপর বর্জ্য ফেলায় দলিত মহিলা ও মেয়েকে মারধর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.