কলকাতা, 3 জুন: রাত পোহালেই ফল প্রকাশ 2024 লোকসভা নির্বাচনের । কে হাসবে শেষ হাসি, কার মাথায় উঠবে জয়ের শিরোপা তাই দেখার । কিন্তু তার আগেই যদুবাবুর বাজারে যজ্ঞে বসলেন কামারহাটির বিধায়ক তৃণমূল নেতা মদন মিত্র । যজ্ঞের মাঝেই ‘জয় বাংলা’ স্লোগানও দিলেন তিনি । তাঁর কথায়, "এই যজ্ঞের মাধ্যমে ভবানীপুরের তৃণমূল কর্মীরা শপথ নিচ্ছে কাল ফলপ্রকাশের আগে পর্যন্ত তাঁরা উপোস থাকবেন । শুধু মুখে চলবে জয় বাংলা স্লোগান ।’’
ফল প্রকাশের আগের দিন ‘বাংলার মানুষের কল্যাণে’ যজ্ঞ মদন মিত্রর (ইটিভি ভারত) নির্বাচনের ফল ঘোষণার আগে সারা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন । কেউ কিনে রাখছেন দলীয় রঙের আবির, কেউ বা মিষ্টি, আবার কেউ পুজো দিচ্ছেন দলের নামে । তারই এক চিত্র উঠে এল কলকাতার ভবানীপুর থেকে । তবে অনুষ্ঠানে মদন মিত্র কোনও দলীয় পতাকা ব্যবহার করেননি ।
তাঁর কথায়, "বাংলার মানুষের কল্যাণের কথা চিন্তা করে যজ্ঞ ।" তবে এক্সিট পোল-কে বিশ্বাস করেন না মদন মিত্র । তিনি বলেন, "আগামিদিনে 30টা আসনেই আমরা জয়লাভ করব । সব এক্সিট পোল মিথ্যে হয়ে যাবে ।" যজ্ঞের সময় তার মুখে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন সব প্রকল্পের জয়ধ্বনি ।
এরই সঙ্গে এ দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধ্যান নিয়েও সরব হন । মদন মিত্র মনে করেন, প্রধানমন্ত্রী গেরুয়া দর্শনের অপমান করছেন । কারণ হিসাবে তিনি বলেন, "গেরুয়া বসন অত সহজে পরা যায় না ৷ তা পরতে গেলে অনেক ত্যাগ অনেক অত্যাচার সহ্য করতে হয় । স্বামী বিবেকানন্দ করেছিলেন । উনি বিবেকানন্দ রকে প্রায় দশ হাজার পুলিশ, কয়েকশো হেলিকপ্টার ও প্রচলিত বৈভবের মধ্যে দিয়ে সমস্ত বিলাসিতা 10 বছর, 365 দিন ধরে ভোগ করে নির্বাচনের আগে তিনি গেরুয়া বসন পরে বিবেকানন্দ রকে বসলেন ধ্যানে ।"
এরই সঙ্গে তিনি বলেন ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পুজো করছে, তাতে কোনও পুজোর সামগ্রী নেই ৷ বরং আছে রক্ত । রক্তকে পুজোর উপাচার করে, তিনি দেবতাকে পুজো করছেন ।