ETV Bharat / state

পুজোয় 25 দিন, বিতর্ক গরমের ছুটি নিয়ে; নতুন বছরে কতদিন বন্ধ স্কুল - VACATION LIST OF STATE SCHOOLS

2025 সালে পুজোর সময় স্কুল ছুটি 25 দিন ৷ বিতর্ক সৃষ্টি হয়েছে গরমের ছুটি নিয়ে ৷ নতুন বছরে মোট কতদিন বন্ধ থাকবে স্কুল ?

ETV BHARAT
পুজোয় 25 দিন, বিতর্ক গরমের ছুটি নিয়ে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2024, 7:04 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: এসে গেল ইংরেজি নববর্ষ । 2024 পেরিয়ে 2025 সালের দিকে এগিয়ে যাওয়া । বছরের প্রথম দিনই বন্ধ থাকছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল । ইংরাজি নববর্ষ উপলক্ষে প্রতিবারের মতোই এবারও স্কুল বন্ধ । 2 জানুয়ারি থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ । তারপরে প্রত্যেক বছরের মতো রাজ্যে স্কুলগুলিতে যে ছুটি থাকবে তার তালিকা প্রকাশ পেয়েছে ।

এ বছর রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক সব স্কুলেই ছুটি থাকবে মোট 65 দিনের । পুজোতে ছুটি থাকবে 25 দিনের । প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপুজা থেকে ভাইফোঁটা পর্যন্ত বন্ধ থাকবে স্কুল । প্রাথমিকে আগে পুজোর ছুটি ও কালীপুজোর ছুটির মধ্যে বিরতি থাকত । কিন্তু এবছর তা আর থাকছে না ।

ETV BHARAT
মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা (নিজস্ব চিত্র)

তবে গরমের ছুটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক । কারণ গরমের ছুটিতে দেখা গিয়েছে তারতম্য । প্রাথমিকে গরমের ছুটি দেওয়া হয়েছে মে মাসের 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত । হাইস্কুলের জন্য গরমের ছুটি দেওয়া হয়েছে মে মাসের 12 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত । আবার মাদ্রাসায় গরমের ছুটি 27 মে থেকে 6 জুন । প্রত্যেক বছরই অত্যধিক গরমের জেরে অনেক আগে থেকেই গরমের ছুটি ঘোষণা করা হয় সরকারের তরফে । এত দিন গরমের ছুটি থাকায় সিলেবাস শেষ করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় স্কুলগুলিকে । এই নিয়ে উদ্বেগ দেখা দেয় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ৷

ETV BHARAT
মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা (নিজস্ব চিত্র)

শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "গ্রীষ্মের ছুটির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা বোর্ডে ছুটির তালিকা ভিন্ন ভিন্ন । প্রশ্ন উঠছে, কীসের ভিত্তিতে এই তালিকা ? এছাড়া বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ছুটির সংখ্যা আগের মতো 85 দিন ফিরিয়ে আনা হলে বিদ্যালয়গুলি আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী গ্রীষ্মের সময় ছুটি দিতে পারত । সারা বছর পাঠ পরিকল্পনা এতে বিঘ্ন হত না । কিন্তু দেখা যায়, অপরিকল্পিতভাবে রাজ্য সরকার দীর্ঘ সময় ছুটি ঘোষণা করে বিদ্যালয়গুলিকে বন্ধ করে দেয় । এতে পঠন-পাঠন দারুণভাবে বিঘ্ন ঘটে । আমরা বাস্তবসম্মত এই দাবি মেনে নেওয়ার আবেদন রাখছি ।"

ETV BHARAT
প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা (নিজস্ব চিত্র)

প্রধান শিক্ষকদের একটি সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "একটা রাজ্যে গরম একবারই পড়ে । সেখানে শিক্ষা দফতরের তিনটি বিভাগে তিন রকম ভাবে গরমের ছুটি পড়বে ! এটা কোনওদিন হতে পারে না । এরকম ছুটি স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যার সৃষ্টি করছে । তাঁদের লেখাপাড়ার ক্ষতি হচ্ছে । বিষয়টিতে রাজ্য শিক্ষা দফতরের নজর দেওয়া দরকার । পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, এই তিনটি বিভাগে তিন রকমের ছুটি একইসময়ে দেওয়ার চেষ্টা করুন । যাতে স্কুলের নিয়মকানুন বজায় থাকে । বিষয়টি ভেবে দেখবেন ৷"

ETV BHARAT
প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা (নিজস্ব চিত্র)

কলকাতা, 31 ডিসেম্বর: এসে গেল ইংরেজি নববর্ষ । 2024 পেরিয়ে 2025 সালের দিকে এগিয়ে যাওয়া । বছরের প্রথম দিনই বন্ধ থাকছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল । ইংরাজি নববর্ষ উপলক্ষে প্রতিবারের মতোই এবারও স্কুল বন্ধ । 2 জানুয়ারি থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ । তারপরে প্রত্যেক বছরের মতো রাজ্যে স্কুলগুলিতে যে ছুটি থাকবে তার তালিকা প্রকাশ পেয়েছে ।

এ বছর রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক সব স্কুলেই ছুটি থাকবে মোট 65 দিনের । পুজোতে ছুটি থাকবে 25 দিনের । প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপুজা থেকে ভাইফোঁটা পর্যন্ত বন্ধ থাকবে স্কুল । প্রাথমিকে আগে পুজোর ছুটি ও কালীপুজোর ছুটির মধ্যে বিরতি থাকত । কিন্তু এবছর তা আর থাকছে না ।

ETV BHARAT
মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা (নিজস্ব চিত্র)

তবে গরমের ছুটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক । কারণ গরমের ছুটিতে দেখা গিয়েছে তারতম্য । প্রাথমিকে গরমের ছুটি দেওয়া হয়েছে মে মাসের 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত । হাইস্কুলের জন্য গরমের ছুটি দেওয়া হয়েছে মে মাসের 12 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত । আবার মাদ্রাসায় গরমের ছুটি 27 মে থেকে 6 জুন । প্রত্যেক বছরই অত্যধিক গরমের জেরে অনেক আগে থেকেই গরমের ছুটি ঘোষণা করা হয় সরকারের তরফে । এত দিন গরমের ছুটি থাকায় সিলেবাস শেষ করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় স্কুলগুলিকে । এই নিয়ে উদ্বেগ দেখা দেয় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ৷

ETV BHARAT
মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা (নিজস্ব চিত্র)

শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "গ্রীষ্মের ছুটির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা বোর্ডে ছুটির তালিকা ভিন্ন ভিন্ন । প্রশ্ন উঠছে, কীসের ভিত্তিতে এই তালিকা ? এছাড়া বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ছুটির সংখ্যা আগের মতো 85 দিন ফিরিয়ে আনা হলে বিদ্যালয়গুলি আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী গ্রীষ্মের সময় ছুটি দিতে পারত । সারা বছর পাঠ পরিকল্পনা এতে বিঘ্ন হত না । কিন্তু দেখা যায়, অপরিকল্পিতভাবে রাজ্য সরকার দীর্ঘ সময় ছুটি ঘোষণা করে বিদ্যালয়গুলিকে বন্ধ করে দেয় । এতে পঠন-পাঠন দারুণভাবে বিঘ্ন ঘটে । আমরা বাস্তবসম্মত এই দাবি মেনে নেওয়ার আবেদন রাখছি ।"

ETV BHARAT
প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা (নিজস্ব চিত্র)

প্রধান শিক্ষকদের একটি সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "একটা রাজ্যে গরম একবারই পড়ে । সেখানে শিক্ষা দফতরের তিনটি বিভাগে তিন রকম ভাবে গরমের ছুটি পড়বে ! এটা কোনওদিন হতে পারে না । এরকম ছুটি স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যার সৃষ্টি করছে । তাঁদের লেখাপাড়ার ক্ষতি হচ্ছে । বিষয়টিতে রাজ্য শিক্ষা দফতরের নজর দেওয়া দরকার । পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, এই তিনটি বিভাগে তিন রকমের ছুটি একইসময়ে দেওয়ার চেষ্টা করুন । যাতে স্কুলের নিয়মকানুন বজায় থাকে । বিষয়টি ভেবে দেখবেন ৷"

ETV BHARAT
প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.