কলকাতা, 31 ডিসেম্বর: বছরের শেষ দিনে বাঘিনী জিনাতকে খেতে দেওয়া হল চিকেন, মাটন, বাফেলো মিট ৷ কিন্তু, কোনওটাই মুখে তোলেনি আলিপুর চিড়িয়াখানার এই ভিভিআইপি অতিথি । পশু হাসপাতালে শুধুমাত্র ওআরএসের জল পান করেছে সে । তাতে অবশ্য সমস্যা দেখছেন না তার সেবায় নিয়োজিত চিকিৎসকরা-বনাধিকারিকরা ।
গত কয়েকদিন রাজ্যের কয়েকটি জঙ্গল দাপিয়ে বেড়ানোর সময় জিনাত ছাগল-সহ একাধিক প্রাণী নিজে মেরে খেয়েছে বলে মনে করা হচ্ছে । ফলে, তার এই না খাওয়া পর্ব আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছেন বনদফতরের একাধিক কর্তা ।
এ দিকে সূত্রের খবর, ওড়িশার বনাধিকারিকদের আপত্তিতে প্রথমদিন খাঁচায় ছাড়া হয়নি জিনাতকে । কিন্তু, খোলা জঙ্গলে দাপিয়ে বেড়ানো বাঘিনীকে 24 ঘণ্টার বেশি লোহার ক্যারিয়ার খাঁচায় রাখা সম্ভব নয় । তাতে তার শারীরিক সমস্যা হতে পারে । এই কারণে মঙ্গলবার আলিপুর চিড়িখানার পশু চিকিৎসা হাসপাতালের খাঁচায় ছাড়া হল জিনাতকে ।
অন্যদিকে, তাকে কবে ওড়িশার সিমলিপালে ফেরত পাঠানো হবে তা নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন বনদফতরের কর্তারা । দীর্ঘ বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয় । এনটিসিএ-এর রিপোর্ট তলব নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি । ঠিক একারণেই জিনাতকে বেশিদিন নিজেদের পর্যবেক্ষণে রাখতে চায়নি রাজ্যের বনদফতর । এমনকি, জিনাতের মল-সহ অন্যান্য শারীরিক অবস্থা সম্পর্কে বেশি পরীক্ষা নীরিক্ষাও করা হয়নি । আপাতত, তাকে ফেরত পাঠাতে পারলেই হাঁফ ছাড়বেন রাজ্যের বনকর্তারা ।
বন দফতর সূত্রে খবর, আজ রাতেই ওড়িশার সিমলিপালের দিকে রওনা দেবে বাঘিনী জিনাত । গ্রিন করিডর করে তাকে নিয়ে যাওয়া হবে । আগামিকালের মধ্যে সিমলিপালে পৌঁছবে বলে সূত্রের দাবি । রাজ্যের বনদফতরের দীর্ঘ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে । রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় ইটিভি ভারতকে বলেন, "পেপার ওয়ার্ক চলছে । কমপ্লিট হলেই জিনাতকে ফেরত পাঠানো হবে ।"
পরবর্তীতে, সিমলিপালে পৌঁছনোর পর কয়েকদিন পর্যবেক্ষণে রেখে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জিনাতকে । তবে, 20 ডিসেম্বরের পর থেকে 29 তারিখ পর্যন্ত যেভাবে বনকর্মী-কর্তাদের নাকানি চোবানি খাইয়েছে জিনাত তা উল্লেখযোগ্য । সূত্রের খবর, তাকে পাকড়াও করতে কয়েকটি জেলা মিলিয়ে প্রায় 200 জন কর্মী আধিকারিক কাজ করেছেন । প্রায় 35 লাখ টাকা খরচ হয়েছে । তারপরেও জিনাত সুস্থভাবে জঙ্গলে নিজের জগতে ফেরত যাক এটাই চাইছে রাজ্যের বন বিভাগ ।