কলকাতা, 2 মার্চ: দু'দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক কর্মসূচি সেরেছেন। দলীয় কাজ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ও বিরোধীদের আক্রমণ। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। রাজভবনে মোদি-মমতার বৈঠক নিয়ে বাম-কংগ্রেস, তৃণমূল-বিজেপিকে একসঙ্গে আক্রমণ করেছে।
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সৌজন্য মিটিং, প্রোটোকল মিটিং ৷ মিটিংয়ে রাজনীতির চেয়ে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর গল্পই বেশি হয় ৷" এই মন্তব্যের পালটা সিপিএম পলিটব্যুরোর সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মিটিং বা সিটিং এর চাইতে আসলে সেটিং টাই যে বেশি গুরুত্বপূর্ণ।" সুজনের আরও দাবি, বাংলায় কি বিজেপি মহারাষ্ট্রের মতোই তৃণমূলে 'শিণ্ডে' বানাতে চায়? প্রধানমন্ত্রীর দু'দিনের বঙ্গ সফরে ভাইপো'র প্রসঙ্গ কি ভুল করে এড়িয়ে গেলেন? ভাইপো যে ইদানিং ইডি, সিবিআই সবার নজরেরই বাইরে ৷ সবই কাকতালীয় নাকি, অন্দর কি বাত হ্যায়?
এদিকে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যে ফেরিওয়ালা ঘুরে বেড়াচ্ছে। মিথ্যের ফুলঝুরি। উন্নাও থেকে হাথরস নিয়ে কিছু বললেন না। ইডি-সিবিআই রাজ্যের চোর জোচ্চোরদের ধরছে না। অথচ, কোর্টে দুই সংস্থার মুখ পুড়ছে। আবারও লোকসভার ভোট চলে এল। সারদা-নারদার এথিক্স কমিটির বৈঠক হল না। এর থেকেই প্রমাণিত তৃণমূল-বিজেপির বড় বন্ধু। সারদা-নারদার চোররা কেউ কেন্দ্রীয় নিরাপত্তা কেউ রাজ্য নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বঙ্গ বিজেপির হাল অত্যন্ত শোচনীয়। দু'জনের মধ্যে আলোচনা হয়েছে, খবরে বিরোধিতা থাকবে, বাস্তবে নয়। তাই, টিভি-কাগজের খবরের জন্য পরস্পরের বিরুদ্ধে বলব। কেউ কিছু মনে করব না।"