কলকাতা, 3 এপ্রিল: লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসন থেকে মনোনয়ন পেশের আগেই যদি গ্রেফতার হতে হয়, তাহলে তাঁর পদক্ষেপ কী হবে, সেটা আগেই জানিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ৷ বুধবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন যে তাঁর হয়ে তাঁর মা মনোনয়ন জমা দেবেন ৷
এ দিন এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে দুপুর 1টা 28 মিনিটে একটি পোস্ট করেন মহুয়া মৈত্র ৷ সেই পোস্টে তিনি লেখেন, ‘‘বিজেপির দৈনিক ইডি অথবা সিবিআইয়ের লাভফেস্ট নিয়ে আমার মায়ের উত্তর ৷ ইউ রক মাম্মি - তুমিই আসল বাঘিনী !’’ কী উত্তর দিয়েছেন মহুয়ার মা, সেটা জানাতে ওই পোস্টে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি ৷ সেই চ্যাটে লেখা, ‘‘আমার নামে একটি পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে রাখো ৷ যদি ওরা তোমাকে ধরে, তাহলে আমি তোমার হয়ে মনোনয়ন জমা দেব ৷’’
উল্লেখ্য, গত বছরের শেষের দিকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখার পর লোকসভার এথিক্স কমিটি মহুয়াকে বহিষ্কারের নির্দেশ দেয় ৷ গত ডিসেম্বরে শীতকালীন অধিবেশন চলার সময় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয় লোকসভা থেকে ৷ এর পর এই নিয়ে লোকপালের তরফে সিবিআই-কে তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷