পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তাঁকে গ্রেফতার করা হলে মা মনোনয়ন জমা দিতে প্রস্তুত, বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে জানালেন মহুয়া - Mahua Moitra - MAHUA MOITRA

Mahua Moitra: কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্ত করছে ৷ তাঁকে যদি গ্রেফতার হতে হয় ভোটের আগে, তাহলে তাঁর হয়ে তাঁর মা মনোনয়ন জমা দেবেন ৷ বুধবার সোশাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন মহুয়া ৷

Mahua Moitra
Mahua Moitra

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 4:30 PM IST

Updated : Apr 3, 2024, 5:52 PM IST

কলকাতা, 3 এপ্রিল: লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসন থেকে মনোনয়ন পেশের আগেই যদি গ্রেফতার হতে হয়, তাহলে তাঁর পদক্ষেপ কী হবে, সেটা আগেই জানিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ৷ বুধবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন যে তাঁর হয়ে তাঁর মা মনোনয়ন জমা দেবেন ৷

এ দিন এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে দুপুর 1টা 28 মিনিটে একটি পোস্ট করেন মহুয়া মৈত্র ৷ সেই পোস্টে তিনি লেখেন, ‘‘বিজেপির দৈনিক ইডি অথবা সিবিআইয়ের লাভফেস্ট নিয়ে আমার মায়ের উত্তর ৷ ইউ রক মাম্মি - তুমিই আসল বাঘিনী !’’ কী উত্তর দিয়েছেন মহুয়ার মা, সেটা জানাতে ওই পোস্টে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি ৷ সেই চ্যাটে লেখা, ‘‘আমার নামে একটি পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে রাখো ৷ যদি ওরা তোমাকে ধরে, তাহলে আমি তোমার হয়ে মনোনয়ন জমা দেব ৷’’

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখার পর লোকসভার এথিক্স কমিটি মহুয়াকে বহিষ্কারের নির্দেশ দেয় ৷ গত ডিসেম্বরে শীতকালীন অধিবেশন চলার সময় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয় লোকসভা থেকে ৷ এর পর এই নিয়ে লোকপালের তরফে সিবিআই-কে তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷

সিবিআই সেই তদন্ত ইতিমধ্য়েই শুরু করেছে ৷ কলকাতায় মহুয়া মৈত্রর বাড়িতে তল্লাশি হয়েছে ৷ কৃষ্ণনগরে তাঁর কার্যালয়েও হানা দেয় সিবিআই ৷ সম্প্রতি এই নিয়ে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারা মহুয়াকে তলব করলেও তিনি হাজিরা দেননি ৷ ফলে তাঁকে এই দুর্নীতি মামলায় গ্রেফতার করা হতে পারে বলে কোনও কোনও মহল থেকে আশঙ্কা করা হচ্ছে ৷

আর সেই বিষয়টিকেই সামনে রেখে মহুয়া মৈত্র বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন ৷ এই পোস্টের পাশাপাশি এ দিন সকালের দিকে তিনি আরও একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, বিজেপির দরজা খোলা ৷ না গেলে তিহাড়ে পাঠিয়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. আরও চাপ! মহুয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের ঘটনায় পৃথক মামলা দায়ের ইডির
  2. 'আমিই জিতব, আর সেটাই হবে মোক্ষম জবাব'
  3. 'আবার কৃষ্ণনগরে এলে সরপুরিয়া খেয়ে যাবেন', প্রচারের ফাঁকে ইডি এবং সিবিআইকে কটাক্ষ মহুয়ার
Last Updated : Apr 3, 2024, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details