পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

শুভেন্দু অধিকারীর লোকই দিলীপকে হারাবে, দাবি কীর্তি আজাদের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ভোট যত এগিয়ে আসছে তৃণমূল ও বিজেপি প্রার্থীর তরজায় সরগরম বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র ৷ এবার দিলীপ ঘোষকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন কীর্তি আজাদ ৷ যদিও এই দাবি মানতে নারাজ গেরুয়া শিবির ৷ পালটা কমিশনে যাওয়ার হুঁশিয়ারি তাদের ৷

Kirti Azad
Kirti Azad

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 12:13 PM IST

দিলীপকে নিয়ে চাঞ্চল্যকর দাবি কীর্তি আজাদের

দুর্গাপুর, 6 এপ্রিল:দিলীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ । তাঁর দাবি, "বিজেপির লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করছে ৷ ভোটের পরেই আমি তা প্রকাশ্যে আনব। বিজেপির লোকেরাই দিলীপ ঘোষকে হারাতে চাইছে। শুভেন্দু অধিকারী লোকই হারাবে দিলীপ ঘোষকে ৷

কীর্তি আজাদের দাবিকে অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির ৷ বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন,"কীর্তি আজাদের মাথা খারাপ হয়ে গিয়েছে । উনি পরাজয় নিশ্চিত জেনেই এসব ভুল বকছেন। দিলীপ ঘোষের হয়ে ভোটের প্রচারে আসবেন শুভেন্দু অধিকারী।" তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন লক্ষ্মণ ঘোড়ুই ৷ তাঁর কথায়, "আমরা বিষয়টি নিয়ে কথা বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব। ওঁনার(কীর্তি আজাদ) কাছে কী তথ্য আছে অবিলম্বে পেশ করতে হবে।"

নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রাত:ভ্রমণে কীর্তি আজাদ

শনিবার সাত সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোন মেজর পার্কে পাণ্ডবেশ্বর তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রাত:ভ্রমণে আসেন কীর্তি আজাদ। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপচারিতার পর ফুটবলও খেলেন তিনি । তারপরেই বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিশানা করেন ৷ কীর্তি আজাদ বলেন, "বাংলার মানুষ ভদ্র। কিন্তু ঐতিহ্য সংস্কৃতি সবই নষ্ট করছে বিজেপি।"

দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে আন্দামানে গিয়েছেন ৷ সেই বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়ে কীর্তি আজাদ বলেন, "বর্ধমানে যেভাবে দিলীপ ঘোষ গো-ব্যাক আওয়াজ উঠেছে তাতে বঙ্গোপসাগর পেরিয়ে তিনি পালিয়েছেন। শুধু পালিয়েই যাননি, বাংলা ছেড়ে বঙ্গোপসাগর পেরিয়ে একেবারে আন্দামানে পালিয়েছেন ।"

তৃণমূলের খেলা হবে স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, "দিদি যদি একবার বলে দেন বাংলার মানুষ খেলা হবে বলতে থাকেন । দিদির উপর পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে বাংলার মানুষের । বাংলার মায়েরা, বোনেরা, ভায়েরা দিদিকে ভালোবাসেন ।"

আরও পড়ুন:

  1. বর্ধমান-দুর্গাপুরে মহিলা ভোট কার দিকে ? ময়দানে আজাদ-দিলীপ
  2. তাপপ্রবাহের মাঝেই প্রচারে টেক্কা কীর্তি আজাদের, ক্লান্তি কাটাতে আশ্রয় গাছতলায়
  3. আজাদের পালটা ব্যাট হাতে দিলীপও, বর্ধমান-দুর্গাপুরে জমজমাট রবিবাসরীয় প্রচার

ABOUT THE AUTHOR

...view details