পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আজাদের পালটা ব্যাট হাতে দিলীপও, বর্ধমান-দুর্গাপুরে জমজমাট রবিবাসরীয় প্রচার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Cricket in Election Campaign: একদিকে তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ৷ অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ দু'জনেই ভোট প্রচারে বেরিয়ে ক্রিকেট খেলছেন ৷ একে অপরকে তোপও দাগছেন ক্রিকেটীয় কথাবার্তায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 8:26 PM IST

ক্রিকেটীয় প্রচারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

দুর্গাপুর, 31 মার্চ: ভারতের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে মজে এখন গোটা দেশবাসী । অন্যদিকে দেশের সর্ববৃহৎ ভোটযুদ্ধের দামামা বেজে গিয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ব্যাট যেন প্রচারের মূল হাতিয়ার যুযুধান দুই শিবিরে।

1983 বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ যখন তৃণমূলের হয়ে ভোটের ময়দানে চালিয়ে ব্যাটিং করছেন, পালটা ভারতীয় জনতা পার্টির হয়েও ব্যাটিং করতে নেমে পড়লেন দিলীপ ঘোষ। প্রচারের মাঝে যে যেখানে সুযোগ পাচ্ছেন নেমে পড়ছেন নিজেদের ব্যাটিং পারদর্শিতা দেখানোর জন্য । শুধু তাই নয়, এই দুই যুযুধান শিবিরের দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে যখন তোপ দাগছেন, সেখানেও শোনা যাচ্ছে ক্রিকেটীয় কথাবার্তা। কখনও কীর্তি আজাদ বলছেন, "দিলীপ ঘোষকে শূন্য রানে আউট করে দেব ৷"

দিলীপ ঘোষ তাঁর পালটা জবাব দিতে গিয়ে বলছেন,"উনি প্রাক্তন ক্রিকেটার, জীবনে ক'টা ছক্কাই বা মেরেছেন ?" যেহেতু এক সময় পেশাদার ক্রিকেট খেলেছেন চুটিয়ে তাই 22 গজে এখনও নিজেকে সমান ফিট রেখেছেন কীর্তি আজাদ। বাউন্ডারি, ওভার বাউন্ডারিও দেখা যাচ্ছে তাঁর ব্যাট থেকে । সেদিক থেকে দেখতে গেলে দিলীপ ঘোষ একটু পিছিয়ে থাকলেও তিনি কিন্তু স্লেজিংয়ের ক্ষেত্রে বিন্দুমাত্র পিছিয়ে থাকছেন না । তবে এই কেন্দ্রের ভোটারদের মন জয় করার ব্যাট হাতে কে এগিয়ে যাবেন বা কার চওড়া ব্যাটের প্রতি এই কেন্দ্রের ভোটাররা বেশি আস্থা রাখবেন, তা জানা যাবে 4 জুন ।

ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে এই ক্রিকেট যুদ্ধ সম্পর্কে কীর্তি আজাদ বলেন, "1983-তে আমরা যখন বিশ্বকাপ জয় করি তখন কেউ ভাবেনি ভারত জিততে পারে । কিন্তু সেনা যদি ভালো হয়, মানসিকতা যদি শক্তিশালী হয়, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি লড়াই করতে পারি তাহলে সব লড়াইয়ে জয়লাভ করা সহজ হয় ৷"

আরও পড়ুন :

  1. প্রার্থীর সামনেই দুই গোষ্ঠীর মারামারি, কর্মীদের ‘কীর্তি’তে অসুস্থ আজাদ !
  2. 'কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার কী হয় !', কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপের

ABOUT THE AUTHOR

...view details