দুর্গাপুর, 7 এপ্রিল:তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা যখন সাংবাদিকদের সামনে ভূপতিনগরের বিস্ফোরণকাণ্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেছেন তখনই পালটা দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর সঙ্গে এনআইএ-র উচ্চপদস্থ আধিকারিকের বৈঠকের দাবি নিয়েও তৃণমূলকে জবাব দিলেন বিজেপি নেতা । তাঁর দাবি, সাতদিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার না করে নিলে তিনি মানহানির মামলা করবেন।
তৃণমূলরে দাবি এনআইএ-র এসপি ধনরাম সিংয়ের সঙ্গে গোপনে বৈঠক করেছেন জিতেন্দ্র । শনিবার উত্তরবঙ্গ থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রবিরার তৃণমূলের দুই নেতা-নেত্রী সাংবাদিক বৈঠক থেকে মমতার দাবির স্বপক্ষে প্রমাণ দিয়েছেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা কুণাল ঘোষের এই দাবি খারিজ করেছেন জিতেন্দ্র। তাঁর দাবি, এক সপ্তাহের মধ্যে এনআইএ নিয়ে যে আপত্তিজনক মন্তব্য তৃণমূল করেছে তা প্রত্যাহার না করলে মানহানির মামলা করবেন।
কলকাতার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেতারা দাবি করেন, জিতেন্দ্র তিওয়ারি এনআইএ-র কর্তা ধনরাম সিংয়ের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে বৈঠক করেছেন । এরপরই ভূপতিনগরে হানা দেয় এনআইএ। গ্রেফতার করা হয় তৃণমূলের দুই নেতাকে। এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতার বক্তব্য,"আমি কার সঙ্গে দেখা করব না করব সেটার উত্তর কি তৃণমূলকে দেব ? এক সপ্তাহের মধ্যে তৃণমূলের রাজ্য নেতৃত্ব যদি আমার বিরুদ্ধে করা আপত্তিজনক অভিযোগ প্রত্যাহার না করেন তাহলে মানহানির মামলা করব। "