পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

এনআইএ কর্তাদের সঙ্গে বৈঠক, তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি জিতেন্দ্রর - Jitendra Tiwari on NIA Issue

Jitendra on NIA: ভূপতিনগরকাণ্ডে তাঁর সঙ্গে এনআইএ-র যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ এই মন্তব্য প্রত্যাহার না করলে তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা ৷

Jitendra Tiwari
জিতেন্দ্র তিওয়ারি

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 6:21 PM IST

জিতেন্দ্র তিওয়ারি

দুর্গাপুর, 7 এপ্রিল:তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা যখন সাংবাদিকদের সামনে ভূপতিনগরের বিস্ফোরণকাণ্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেছেন তখনই পালটা দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর সঙ্গে এনআইএ-র উচ্চপদস্থ আধিকারিকের বৈঠকের দাবি নিয়েও তৃণমূলকে জবাব দিলেন বিজেপি নেতা । তাঁর দাবি, সাতদিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার না করে নিলে তিনি মানহানির মামলা করবেন।

তৃণমূলরে দাবি এনআইএ-র এসপি ধনরাম সিংয়ের সঙ্গে গোপনে বৈঠক করেছেন জিতেন্দ্র । শনিবার উত্তরবঙ্গ থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রবিরার তৃণমূলের দুই নেতা-নেত্রী সাংবাদিক বৈঠক থেকে মমতার দাবির স্বপক্ষে প্রমাণ দিয়েছেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা কুণাল ঘোষের এই দাবি খারিজ করেছেন জিতেন্দ্র। তাঁর দাবি, এক সপ্তাহের মধ্যে এনআইএ নিয়ে যে আপত্তিজনক মন্তব্য তৃণমূল করেছে তা প্রত্যাহার না করলে মানহানির মামলা করবেন।

কলকাতার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেতারা দাবি করেন, জিতেন্দ্র তিওয়ারি এনআইএ-র কর্তা ধনরাম সিংয়ের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে বৈঠক করেছেন । এরপরই ভূপতিনগরে হানা দেয় এনআইএ। গ্রেফতার করা হয় তৃণমূলের দুই নেতাকে। এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতার বক্তব্য,"আমি কার সঙ্গে দেখা করব না করব সেটার উত্তর কি তৃণমূলকে দেব ? এক সপ্তাহের মধ্যে তৃণমূলের রাজ্য নেতৃত্ব যদি আমার বিরুদ্ধে করা আপত্তিজনক অভিযোগ প্রত্যাহার না করেন তাহলে মানহানির মামলা করব। "

পূর্ব মেদিনীপুিরে এনআইএ-র আক্রান্ত হওয়ার ঘটনা ঘিরে শনিবার সকাল থেকেই রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনআইএ-র উপর হামলার ঘটনায় পালটা তদন্ত সংস্থার ঘাড়েই দোষ চাপিয়েছেন মমতা। একইসঙ্গে রাজ্য পুলিশ এনআইএ-র আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করেছে। এরপরই সরাসরি জিতেন্দ্রর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূ। তার পালটা দিলেন বিজেপি নেতা।

আরও পড়ুন :

  1. ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার পরিবারের
  2. ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার

ABOUT THE AUTHOR

...view details