কলকাতা, 9 মার্চ: 2021-এর বিধানসভা ভোটে কংগ্রেস-সিপিএমের সঙ্গে জোট করেছিল আব্বাস সিদ্দিকর দল ইন্ডিয়ান সেলুলার ফ্রন্ট (আইএসএফ) । পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করে তারা । এবার লোকসভা ভোটে ফের সিপিএমের হাত ধরতে ইচ্ছে প্রকাশ করল আইএসএফ । শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতর কমরেড মুজাফফর আহমেদ ভবনে আইএসএফে দুই প্রতিনিধি হাজির হন বলে সিপিএম সূত্রে জানা গিয়েছে ৷ সিপিএম সূত্রে জানা গিয়েছে, এ দিন আইএসএফের দুই সদস্যের প্রতিনিধি দল দেখা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে ।
বিধানসভায় বাম ও কংগ্রেস শূন্য হয়ে যায় ৷ তবে একটি আসনে জয়ী হয় আইএসএফ ৷ সেই আসনে জয়ী নওশাদ সিদ্দিকী এখন রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি ৷ তবে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ একাই লড়েছিল ৷ ফলও বিভিন্ন জায়গায় ভালো হয় ৷ সেই পরিস্থিতিতে তারা বামেদের সঙ্গে আসন সমঝোতায় 14টি আসন চেয়েছেন বলে সূত্রের খবর ৷ সেই তালিকায় ডায়মন্ড হারবার, বারাসত, বনগাঁ, বসিরহাট, উলুবেরিয়ার মতো আসন রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷
ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে, এ দিনের আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে হয়েছে ৷ এরপরে বামফ্রন্টে অভ্যন্তরীণ আলোচনা হবে ৷ কংগ্রেসের তরফ থেকে কোন বার্তা আছে কি না, তাও খতিয়ে দেখা হবে ৷ তার পর এই নিয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠকে হবে ৷ সেটাই এ দিন আইএসএফের প্রতিনিধি দলকে জানানো হয় বিমান-সেলিমের তরফে ।