পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অযোধ্যা দর্শনে 'আস্থা' ট্রেনই কি বিজেপির ভোট ব্যাংকের ভরসা ? - BJP Vote bank

Lok Sabha Elections 2024: চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে অযোধ্যা যাওয়ার জন্য আস্থা স্পেশাল ট্রেন ৷ এই ট্রেনই কি বিজেপির ভোট ব্যাংকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভরসা যোগাচ্ছে ? এমনই প্রশ্ন উঠছে গেরুয়া শিবিরের অন্দরেই ৷

Lok Sabha Elections
লোকসভা ভোট

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 12:55 PM IST

বর্ধমান, 10 মার্চ: আর দিন কয়েকের মধ্যেই ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র নিয়ে কিছুটা হলেও চিন্তা বাড়ছে বিজেপি জেলা নেতৃত্বের । দলীয় সূত্রে খবর, যেভাবে দলীয় কোন্দল দিনে দিনে বাড়ছে তাতে কর্মীদের কাছে লড়াই কঠিন হচ্ছে । বুথ কমিটিও এখনও সেভাবে বিজেপি নেতৃত্ব গড়ে তুলতে পারেনি । ফলে তাদের ভরসা এখন বর্ধমান থেকে অযোধ্যাগামী আস্থা ট্রেন ।

তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি সারা বছর মানুষের পাশে থাকে না ৷ তারা শুধু ধর্মের নামে ভোট পাওয়ার চেষ্টা করে ৷ অযোধ্যাগামী ট্রেন সেটাই প্রমাণ করে । কিন্তু মানুষ কোনভাবেই সেই ফাঁদে পা দেবে না । পালটা বিজেপি নেতৃত্বের দাবি, যেহেতু রামমন্দির আন্তর্জাতিক তীর্থস্থান । তাই বিজেপি সেখানে যুক্ত আছে ।

রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "বিজেপি মানুষের সঙ্গে থাকে না । তারা শুধু ধর্মের নামে রাজনীতি করে । মানুষ এটা বুঝতে পেরে গিয়েছে । তারা ভাবছে ধর্মের নামে ভুল বুঝিয়ে নির্বাচনে লড়বে । মানুষ তাদের ভোট দেবে না ।" বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন,"অযোধ্যা যাওয়া নিয়ে মানুষের আগ্রহ প্রবল । আর যেহেতু রামমন্দির আন্তর্জাতিক তীর্থস্থান । তাই এর সঙ্গে ভোটের কোন সম্পর্ক নেই ।"

জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির সাংগঠনিক জেলার তরফে রাজ্যের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের সময় পর্যন্ত বিজেপির সংগঠন অনেক মজবুত ছিল । কিন্তু 2021 সালে ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার শুরু হয় । বিজেপি কর্মী খুন, তাঁদের বাড়ি ভাঙচুর, বাড়ি ছাড়া করা, পরিবারের উপর হামলা-সহ একাধিক ঘটনা ঘটেছে । সেই সময় থেকেই দলীয় কর্মীদের মনোবল ভেঙে যায় । এইসব কর্মীরা সকলেই প্রায় নিস্ক্রিয় হয়ে গিয়েছেন । যদিও বিজেপির দাবি, প্রতিটা বুথকে মজবুত করার জন্য এবার অন্য পন্থা নিয়েছে জেলা নেতৃত্ব । কীভাবে সেটা করা হচ্ছে, তা প্রকাশ্যে আনা হবে না ।

2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া জিতেছিলেন 2439 ভোটে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি এই পাঁচটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় মোট 4 লক্ষ 72 হাজার 105টি ভোট ৷ অন্যদিকে বিজেপি পায় 3 লক্ষ 97 হাজার 842টি ভোট । অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল 74 হাজার 263টি ভোটে । শুধুমাত্র দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভার উপরে ভর করেই বিজেপি প্রার্থী প্রায় আড়াই হাজার ভোটে জিতে যান । ফলে সেই চিত্র মাথায় রেখে বর্ধমানের কেন্দ্র গুলি থেকে কাভাবে জয় পাওয়া যায় সেই লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি ।

বিজেপির দলীয় সূত্রে খবর, যেহেতু রাম মন্দির নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে তাই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে অযোধ্যা যাওয়ার জন্য আস্থা স্পেশাল ট্রেন । বর্ধমান স্টেশন থেকে যাত্রীদের দেখভাল করার জন্য মাঝেমধ্যেই থাকছেন সাংসদ এস এস আলুওয়ালিয়া, জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা-সহ অন্যান্যরা । এমনকী বর্ধমান স্টেশনের বাইরে যাত্রীদের স্বাগত জানানোর জন্য ফ্লেক্স টাঙানো হয়েছে । স্টেশন চত্বরে বিশাল বাঁশের প্যান্ডেলও করা আছে । যেসব যাত্রী অযোধ্যায় যাচ্ছেন তাদের গলায় ঝোলানো থাকছে একটা করে ব্যাচ । যেটা টিকিট বলে গণ্য করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. ঠেলায় পড়ে রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্যের, কটাক্ষ শুভেন্দুর
  2. হুগলির উন্নয়নে 17 কোটি খরচের দাবি লকেটের, দেখা মেলে না বলে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা
  3. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান

ABOUT THE AUTHOR

...view details