নয়াদিল্লি, 5 জুন: লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে ‘ইন্ডিয়া’ ব্লকের নেতারা ৷ সেই বৈঠকে প্রবেশের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ তাঁর বক্তব্য, এনডিএ-তে নীতীশ কুমার কিংমেকার হলে বিহারের জন্য দাবি আদায়ে এটাই সেরা সুযোগ ৷
বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তেজস্বী যাদব বলেন, "এনডিএ-র সংখ্যা আছে৷ কিন্তু আমরা চাই যে সরকার গঠন করা হবে, তা বিহারের খেয়াল রাখুক ও বিশেষ মর্যাদা দিক । নীতীশ কুমার যদি কিংমেকার হয়ে থাকেন, তাহলে এটা তাঁর জন্য ভালো সুযোগ ৷ তাছাড়া সারা দেশে জাত-ভিত্তিক গণনা করা হোক ৷ আমরা প্রথমবারের মতো দেখেছি যে প্রধানমন্ত্রী মোদির ম্যাজিক শেষ হয়ে গিয়েছে এবং তিনি তাঁর দুই সহযোগী ছাড়া সরকার চালাতে পারবেন না ।"
এ দিনের বৈঠকে কংগ্রেসের সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ একাধিক নেতারা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন এনসিপি (এসসিপি)-র শরদ পাওয়ার, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরজেডি নেতা তেজস্বী যাদব, আপ সাংসদ রাঘব চাড্ডা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা জেএমএম এর বিধায়ক কল্পনা সোরেন প্রমুখ ৷
আপের রাঘব চাড্ডা জানান, ভোটের ফলাফল বিশ্লেষণ ও জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে ৷ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "প্রথমে আমরা ফলাফলের গুরুত্ব নির্ধারণ করব । আমরা জোটের অংশীদারদের সঙ্গে কিভাবে আরও এগিয়ে যেতে হবে, তা নিয়ে আলোচনা করব । আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে । তাদেরও (এনডিএ) চেষ্টা করতে দিন । তারা (বিজেপি) যদি একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেও থাকে, তাতে কী এসে যায় ?"