পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কংগ্রেস সংবিধান রক্ষা না করলে মোদি এখনও চা বিক্রি করতে হত, কটাক্ষ খাড়গের - কংগ্রেস

Mallikarjun Kharge: উত্তরাখণ্ডের দেরাদুন থেকে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর দাবি, কংগ্রেস সংবিধান রক্ষা করেছিল বলে মোদি প্রধানমন্ত্রী হতে পেরেছেন ৷ না হলে চা বিক্রি করতে হত ৷

etv bharat
etv bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 8:08 PM IST

দেরাদুন, 29 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর কথায়, কংগ্রেস সবসময় সংবিধানকে সম্মান করে । কংগ্রেস যদি সংবিধান রক্ষা না করত, তাহলে প্রধানমন্ত্রী মোদি চা বিক্রি করতেন । রবিবার উত্তরাখণ্ডের দেরাদুনে কংগ্রেসের এক কর্মী সম্মেলনে ভাষণ দেন মল্লিকার্জুন খাড়গে ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

দেরাদুনে কংগ্রেসের যে সম্মেলনে ভাষণ দেন খাড়গে, তার নাম 'বিরাট কার্যকর্তা সম্মেলন' ৷ সেই সম্মেলন থেকে তিনি বিজেপি ও আরএসএসের সমালোচনা করেন ৷ তিনি বলেন, ’’বিজেপি ও আরএসএস মিথ্যাবাদী । সকালে ঘুম থেকে উঠলেই বিজেপি ও আরএসএসের লোকেরা কংগ্রেসকে গালিগালাজ করে । বিজেপির লোকেরা জিজ্ঞেস করে 70 বছরে কংগ্রেস কী করেছে ?’’ এর পর মল্লিকার্জুন খাড়গের সংযোজন ‘‘আমরা 70 বছরে কিছু না করলে মোদি প্রধানমন্ত্রী হতে পারতেন না ।’’

সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, ‘‘কংগ্রেস যদি সংবিধান না বাঁচাত, তাহলে প্রধানমন্ত্রী মোদি চা বিক্রি করতেন ৷’’ খাড়গে জানান, তিনি নিজে একজন শ্রমিকের ছেলে । সংবিধান না থাকলে তিনিও মাঠে কাজ করতেন । এর পর তিনি দাবি করেন, তিনি বা নরেন্দ্র মোদি যা পেয়েছেন, সবই সংবিধানের কারণেই পেয়েছেন ৷ আর তিনি যা পেয়েছেন, কংগ্রেসের কারণেই পেয়েছেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘‘নেহরু, ইন্দিরা, সোনিয়া গান্ধি মোদির স্বপ্নে আসেন । রাহুল গান্ধি প্রধানমন্ত্রী মোদিকে ঘুমোতে দিচ্ছেন না । রাহুল গান্ধির ন্যায় যাত্রাকে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি । রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু হওয়ার পর থেকে বিজেপি তাঁকে থামাতে ও ভয় দেখানোর সব রকম চেষ্টা করছে ।’’

আরও পড়ুন:

  1. মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব
  2. 'লোকসভা ভোট বেশি দূরে নয়', নির্বাচনী ডঙ্কা বাজিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
  3. 'চব্বিশে বিজেপিকে উৎখাতই হবে বাপুর প্রতি উপযুক্ত শ্রদ্ধা', সিডব্লিউসি-তে ভোকাল টনিক খাড়গের

ABOUT THE AUTHOR

...view details