কেশপুর, 19 এপ্রিল:তিনি খড়গপুরে মাফিয়ারাজ শেষ করেছেন, আর এ বার কেশপুরকে ঠান্ডা করবেন ৷ শুক্রবার এমনই দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, এতদিন কেশপুরে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে, তার আগে তা চালিয়েছে সিপিআইএম ৷ এ বার যতদিন না কেশপুরে সন্ত্রাস শেষ হচ্ছে, ততদিন তিনি কেশপুর ছেড়ে যাবেন না ৷
প্রথম দফায় একদিকে যখন ভোট চলছে, তখন দেবের গ্রাম কেশপুরের মহিষদায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । এ দিন তিনি মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার পর মাইক্রোফোন হাতে নিয়ে পাড়ায় পাড়ায় গণসংযোগ করেন । যেখানে হিরণকে বলতে শোনা যায়, এ বার বিজেপি ক্ষমতায় এলে এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা দেওয়া হবে মা-বোনেদের ।
এ দিন কেশপুরের মহিষদাতে বিশালাক্ষী মন্দিরের পাশাপাসি শিব মন্দিরেও পুজো দেন হিরণ ।এরপর তিনি একাধিক জনসংযোগ কর্মসূচি করেন এবং কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে । তিনি পাড়ায় পাড়ায় গিয়ে মাইক্রোফোন হাতে বক্তব্য রাখেন। তাঁকে দেখে মানুষকে ভিড় জমাতে দেখা যায় ৷
হিরণকে এ দিন বলতে শোনা গিয়েছে, "এ বার বিজেপি ক্ষমতায় এলে 500 বা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার নয়, বরং বিজেপি সরকার 3000 টাকা করে দেবে রাজ্যের মা-বোনেদের ।" শাসকদলের প্রতি কটাক্ষের সুরে হিরণ বলেন, 500 বা হাজার টাকায় কোনও মহিলারই হাত খরচা বা সংসার চলে না । আর তার জন্যই বিজেপি সরকার, এই ভাবনাচিন্তা নিয়ে চলুন । তবে সেই ক্ষেত্রে বোতাম টিপে আগে ভোট দিতে হবে এবং ক্ষমতায় আনতে হবে বিজেপি সরকারকে ।"