পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অপেক্ষা করুন, শেখ শাহজাহানকে শীঘ্রই ধরা হবে; ফের আশ্বস্ত করলেন রাজ‍্যপাল - শেখ শাহজাহান

Guv comments on Sheikh Shahjahan: খুব শিগগিরই সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে ধরা হবে ৷ ব্যারাকপুরে গিয়ে এ ভাবেই সবাইকে আশ্বস্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি ঠিক কী বলেছেন, তা জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 1:16 PM IST

Updated : Jan 30, 2024, 3:07 PM IST

মহাত্মা গান্ধির তিরোধান দিবসে ব‍্যারাকপুর গান্ধিঘাটে রাজ্যপাল

ব‍্যারাকপুর, 30 জানুয়ারি: 25 দিন পরেও অধরা সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান । এই ইস্যুতে আবারও মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । মঙ্গলবার জাতির জনক মহাত্মা গান্ধির তিরোধান দিবসে ব‍্যারাকপুর গান্ধিঘাটের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন,

"আইন আইনের পথে চলছে । তাঁকে (শাহজাহান) ধরতে অভিযান চলছে । নিয়ম মেনেই অভিযুক্ত ব্যক্তিকে শীঘ্রই ধরা হবে । একজন দোষীকে নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে । তাড়াহুড়ার কোনও ব্যাপার নেই । অভিযুক্তকে ধরাটা কোনও প্রতিশ্রুতি নয়, এটা একটা অঙ্গীকার । আপনারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন ।"

গান্ধিজির প্রয়াণ দিবসের অনুষ্ঠানে এসে শুধু শাহজাহান ইস্যুতেই মুখ খোলেননি রাজ‍্যপাল । তিনি সরব হয়েছেন নরেন্দ্রপুর কাণ্ড নিয়েও । দু'দিন কেটে যাওয়ার পরেও শিক্ষক আক্রান্তের ঘটনায় 'এফআইআর'-এ নাম থাকা তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ কোনও অভিযুক্তকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ । এ ক্ষেত্রে আদালতের বেঁধে দেওয়া 'ডেডলাইন'-ও পার হয়ে গিয়েছে । তারপরও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন !

এই বিষয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস বলেন, "আমরা বিষয়টির দিকে নজর রাখব । তদন্তকারী এজেন্সি তদন্ত করছে, একটু সময় দিতে হবে । নিশ্চয় পদক্ষেপ করা হবে । যদি তারা পদক্ষেপ করতে ব্যর্থ হয়, তখন যথাযথ নিয়ম মেনেই বিষয়টিতে হস্তক্ষেপ করব ।"

এ দিন ব‍্যারাকপুর গান্ধিঘাটে মহাত্মা গান্ধির মূর্তিতে মাল‍্যদান এবং শ্রদ্ধার্ঘ নিবেদন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর সঙ্গে ছিলেন রাজ‍্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ অর্জুন সিং, জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদী-সহ প্রশাসনের অন‍্যান‍্য আধিকারিকরা । এ দিন সর্বধর্ম এক প্রার্থনা সভাতেও অংশগ্রহণ করেন রাজ‍্যপাল । সেই সঙ্গে গান্ধিজির প্রিয় চরকাও এ দিন হাতে তুলে নেন তিনি । তা কীভাবে চালাতে হয় তা হাতেকলমে বোঝানো হয় তাঁকে ।

গান্ধিজির প্রয়াণ দিবসে রাজ‍্যবাসীকে বার্তা দিয়ে রাজ‍্যপাল সিভি আনন্দ বোস বলেন, "শান্তি এবং সম্প্রীতি বজায় থাকুক । একতা নিয়ে যেন চলেন সকলে । দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে ৷"

যদিও দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু হওয়া নিয়ে এ দিন কোনও মন্তব্য করতে রাজি হননি রাজ‍্যপাল সিভি আনন্দ বোস ।

আরও পড়ুন:

  1. ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের আগাম জামিনের শুনানি ইডি আদালতে
  2. পলাতক নন, শাহজাহান আছেন সন্দেশখালিতেই ! চাঞ্চল‍্যকর দাবি তৃণমূল বিধায়কের
  3. শাহজাহান গ্রেফতার হবেই, এটা দায়বদ্ধতা; মন্তব্য রাজ্যপালের
Last Updated : Jan 30, 2024, 3:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details