পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'কংগ্রেস ক্ষমতায় এলে রোজগার বিপ্লব', যুবদের জন্য 5 গ্যারান্টি ঘোষণা খাড়গের - মল্লিকার্জুন খাড়গে

Congress Lists 5 Guarantees: কংগ্রেস ক্ষমতায় এলে রোজগার বিপ্লব হবে বলে প্রতিশ্রুতি দিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ পাশাপাশি যুবদের জন্য কংগ্রেসের 5টি গ্যারান্টি ঘোষণা করেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 7:57 PM IST

বাঁশওয়ারা (রাজস্থান), 7 মার্চ:2024 সালে কেন্দ্রে ক্ষমতায় এলে নতুন 'রোজগার বিপ্লব' আনবে কংগ্রেস ৷ বৃহস্পতিবার রাজস্থানে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাবেশের পর এমনই প্রতিশ্রুতি দিলেন দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ পাশাপাশি দেশের যুবকদের জন্য পাঁচটি প্রতিশ্রুতি কংগ্রেসের তালিকায় রয়েছে বলেও ঘোষণা করেন তিনি ৷

কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এ দিন বলেন যে, তাঁর দল কর্মসংস্থান প্রদান করবে ও সরকারকে সহায়তা করবে এবং ব্যবসা ও কর্মসংস্থান উভয় সুযোগ প্রদান করার বিষয়টি নিশ্চিত করবে । সমাবেশের পর নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "2024 সালে কংগ্রেস সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে, দেশের যুবকদের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে একটি নতুন রোজগার বিপ্লব শুরু হবে । আজ কংগ্রেস দল এই দেশের কোটি যুবকদের জন্য একটি বড় ঘোষণা করছে, যার 5 প্রধান পয়েন্ট রয়েছে ৷"

তিনি ভারতী ভরসা (নিয়োগ ট্রাস্ট), পেহলি চাকরি পাক্কি (প্রথম চাকরি নিশ্চিত), পেপার লিক সে মুক্তি (প্রশ্নপত্র ফাঁস থেকে মুক্তি), গিগ ইকোনমির জন্য সামাজিক নিরাপত্তা এবং যুব রোশনি (ইয়ুথ লাইট) নামে পাঁচটি প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ৷ খাড়গে বলেন, কংগ্রেস দেশের সমস্ত যুবকদের ভারতী ভরসার গ্যারান্টি গিচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারের প্রায় 30 লক্ষ অর্থাৎ সমস্ত শূন্যপদ পূরণ করা হবে । পরীক্ষা থেকে নিয়োগ পর্যন্ত একটি সময়সীমা নির্ধারণ করা হবে ৷

আর 'পেহলি চাকরি পাক্কি'-এর বিষয়ে কংগ্রেস প্রধান বলেন যে, "ডিগ্রি থাকার পরেও, প্রতি দ্বিতীয় যুবক বেকার, কারণ তাঁদের উপযুক্ত শিক্ষানবিশ প্রশিক্ষণ নেই । কংগ্রেস দল একটি নতুন শিক্ষানবিশ অধিকার আইন আনার গ্যারান্টি দিচ্ছে, যার মাধ্যমে আমরা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে 25 বছরের কম বয়সি প্রতিটি ডিপ্লোমা বা ডিগ্রিধারীকে শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রদান করব । সমস্ত শিক্ষানবিশকে 1 লক্ষ টাকা অর্থাৎ এক বছর প্রতি মাসে 8,500 টাকা সহায়তা দেওয়া হবে ।"

তৃতীয় প্রতিশ্রুতির 'পেপার লিক সে মুক্তি'র বিষয়ে খাড়গে বলেন যে, কংগ্রেস একটি নতুন আইন এনে যে কোনও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করবে, যা সমস্ত পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালিত করা নিশ্চিত করবে । খাড়গের কথায়, "আজ দেশের অবস্থা এমন যে নিয়োগ প্রক্রিয়া হয় না । নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও কাগজ থাকে না । কাগজ থাকলেই কাগজ ফাঁস হয় । একটু ভাবুন তো, গ্রাম ও ছোট শহর থেকে আমাদের যুবকরা পড়াশোনা করতে শহরে আসেন । তাঁদের বাবা-মা তাঁদের সারা জীবনের সঞ্চয় ছেলেমেয়েদের সরকারি চাকরি পেতে ব্যয় করেন । তাই, কংগ্রেস পার্টি গ্যারান্টি দেয় যে, আমরা একটি নতুন আইন এনে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে দেব । সব পরীক্ষা যাতে একটি ন্যায্য পদ্ধতিতে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করব । আমাদের যুবকদের বছরের পর বছর পরিশ্রম বৃথা যাওয়া উচিত নয় ৷"

দীর্ঘ পোস্টে তিনি গিগ অর্থনীতির জন্য সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন, যার অধীনে কংগ্রেস গ্যারান্টি দেয় যে, "আমরা গিগ অর্থনীতিতে সামাজিক সুরক্ষা এবং কাজের অবস্থার জন্য একটি নতুন আইন আনব ৷ ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাহুল গান্ধি লক্ষাধিক মানুষের সঙ্গে দেখা করেছেন ৷ তিনি ট্রাকচালক, মেকানিক, ছুতোর, ডেলিভারি বয়, ট্যাক্সিচালক ইত্যাদি-সহ অনেক লোকের সঙ্গে দেখা করেছেন, যা গিগ অর্থনীতির অংশ। রাহুলজি তাঁদের দুঃখ ভাগ করে নেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন । তাঁরা কী সমস্যায় পড়েন, বেতন কত কম, এসব তিনি শুনেছেন এবং বুঝেছেন । গ্রাম থেকে কয়েক মাইল দূরে শহরে তাঁরা যে কঠিন পরিস্থিতিতে কাজ করছেন তা আমরা বুঝি । এর পরে, রাজস্থানের তৎকালীন কংগ্রেস সরকার এই সমস্ত মানুষের কল্যাণে একটি সামাজিক সুরক্ষা আইন নিয়ে আসে। কংগ্রেস পার্টি গ্যারান্টি দেয় যে, আমরা সামাজিক নিরাপত্তা এবং গিগ অর্থনীতিতে কাজের অবস্থার জন্য একটি নতুন আইন আনব । গিগ ইকোনমিতে অনানুষ্ঠানিকভাবে কাজ করে নিজেদের এবং তাঁদের পরিবারকে সমর্থন করছে এমন কোটি কোটি যুবক তাতে উপকৃত হবেন ৷"

যুব রোশনির বিষয়ে কংগ্রেস প্রধান বলেন, 5,000 কোটি টাকা দিয়ে একটি তহবিল তৈরি করা হবে, যা দেশের সমস্ত জেলায় বিতরণ করা হবে । তাঁর কথায়, "কংগ্রেস দল গ্যারান্টি দেয় যে এই তহবিলটি 40 বছরের কম বয়সি যুবকদের তাঁদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য দেওয়া হবে ৷ এই সমস্ত ব্যবসা যুবকদের জন্য লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করবে ৷"

ন্যায় যাত্রা সমাবেশের সময় রাহুল গান্ধিও একই গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়েছেন ৷ পাশাপাশি তিনি বলেন, কৃষকদের ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি দেওয়া হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল বলেন, "ভারতে 30 লাখ সরকারি পদ শূন্য রয়েছে । মোদিজি সেগুলি পূরণ করেন না । বিজেপি সেগুলি পূরণ করে না । ক্ষমতায় আসার পর, আমাদের প্রথম পদক্ষেপ হবে এই পদগুলি পূরণ করা ।" প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উল্লেখ করে, তিনি আশ্বাস দিয়েছেন যে, কংগ্রেস সরকারি নিয়োগ পরীক্ষার প্রক্রিয়াটিকে সঠিক মানের করবে এবং এর আউটসোর্সিং বন্ধ করবে । ভারত জোড়া ন্যায় যাত্রা আজ মধ্যপ্রদেশ থেকে রাজস্থানের বাঁশওয়ারায় প্রবেশ করেছে ।

আরও পড়ুন:

  1. নির্বাচনী আবহে রাহুলকে তাঁর মন্তব্য নিয়ে সচেতন থাকার পরামর্শ কমিশনের
  2. কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের খসড়া প্রস্তুত, চূড়ান্ত সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির
  3. কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ বাতিল করা হবে, দাবি পবন খেরার

ABOUT THE AUTHOR

...view details