পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

রাহুল গান্ধিকে 'অশ্লীল' ভাষায় আক্রমণের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে একাধিক এফআইআর - শুভেন্দু অধিকারী

FIR lodged Against Suvendu Adhikari: রাহুল গান্ধিকে 'অশ্লীল' ভাষায় আক্রমণের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের করল কংগ্রেস ৷ শিলিগুড়ি, রায়গঞ্জ-সহ একাধিক থানায় এই অভিযোগগুলি দায়ের করা হয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে ৷ সঙ্গে শুভেন্দুকে 'নিঃশর্ত ক্ষমা' চাওয়ার দাবি তুলেছে প্রদেশ কংগ্রেস ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 5:59 PM IST

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উত্তরবঙ্গের একাধিক থানায় এফআইআর কংগ্রেসের

কলকাতা, 29 জানুয়ারি: কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে অশালীন ভাষায় আক্রমণের অভিযোগ ৷ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ উত্তরবঙ্গের শিলিগুড়ি, রায়গঞ্জ-সহ একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, শুভঙ্কর সরকার, সুমন রায়চৌধুরী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিভিন্ন থাকায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ একইসঙ্গে তাঁরা শুভেন্দু অধিকারীকে 'নিঃশর্ত ক্ষমা' চাওয়ার দাবিও জানিয়েছেন ৷

রবিবার রাহুল গান্ধির নেতৃত্বে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও উত্তর দিনাজপুরে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র প্রথমধাপের মিছিল ও সভা হয়েছে ৷ আগামিকাল থেকে সেই যাত্রা বিহার থেকে মালদা দিয়ে রাজ্য ঢুকবে ৷ রাহুলের পাঁচদিনের এই কর্মসূচি নিয়ে রবিবার শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় ৷ অভিযোগ, সেই সময় শুভেন্দু রাহুলকে উদ্দেশ্য করে অশালীন শব্দ প্রয়োগ করেন ৷ যা নিয়ে বিরোধী দলনেতা তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ৷

এ নিয়ে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশ অনুযায়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কারণ, ভারত জোড়ো ন্যায় যাত্রা ও রাহুল গান্ধিজিকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন উনি ৷ তাই, তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ করা হয়েছে ৷"

তিনি অভিযোগ করেন, "এই ধরনের মন্তব্যগুলি থেকেই স্পষ্ট পশ্চিমবঙ্গে 'ন্যায় যাত্রা'র সাফল্য দেখে বিজেপির মধ্যে ভয় দেখা দিয়েছে ৷ ন্যায় সর্বদা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে ৷ আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করছি ৷ ইমেলের মাধ্যমেও আমরা ভিডিয়ো ক্লিপ-সহ অভিযোগ পাঠিয়েছি ৷" তবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার ক্ষেত্রে প্রথমে অসহোযোগিতার অভিযোগ তোলা হয়েছে ৷ আশুতোষ বলেন, "প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করছিল ৷ পরে অভিযোগ গ্রহণ করে ৷ বলছি, মুখ্যমন্ত্রীর ডিউটি রয়েছে, এখন অভিযোগ নেওয়া যাবে না ৷ এগুলি কোন ধরনের বাহানা, তা জানি না ৷"

আর এক কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "রাহুল গান্ধির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত অবমাননাকর ৷ রাহুল জি'র মতো জনপ্রিয় নেতার বিরুদ্ধে এই ধরনের শব্দ আগে কেউ ব্যবহার করেননি ৷ আমরা এর তীব্র নিন্দা জানাই ৷ 24 ঘণ্টার মধ্যে শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে ৷"

আরও পড়ুন:

  1. রাহুলের জন্য সরকারি বাংলো ব্যবহারের অনুমতি দেয়নি মালদা প্রশাসন, অভিযোগ কংগ্রেসের
  2. 'আপনারা বুদ্ধিজীবী, দেশকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আপনাদের'; শিলিগুড়িতে মন্তব্য রাহুলের
  3. জলপাইগুড়িতে রাহুলের পদযাত্রায় কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পুলিশ

ABOUT THE AUTHOR

...view details