মালদা, 4 মে:মানচিত্র বলছে, এই চর বাংলার ৷ পশ্চিমবঙ্গ সরকারের বিধি চলে এখানে ৷ বাস্তবে চরের দখল ঝাড়খণ্ডের দুষ্কৃতীদের ৷ যারা স্থানীয় ভাষায় 'ঠিয়াপার্টি' (জলদস্যু) নামে পরিচিত ৷ আটের দশকে এই গদাই চরে ঠিয়াপার্টির গণধর্ষণের শিকার হন 13 জন মহিলা ৷ সেই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য ৷ তারপর সবার চোখের আড়ালে চলে গিয়েছে দুর্গম এই চর গদাই ৷ মালদা শহর থেকে প্রথমে মানিকচক, তারপর সেখান থেকে 23 কিলোমিটার দূরে গঙ্গার শুকসেনা ঘাট ৷ নৌকায় আরও ঘণ্টা তিনেক ৷ গদাইয়ের মাটিতে নেমে দেড় কিলোমিটার হাঁটলে দেখা মিলবে গ্রামের ৷ এত ঝক্কি সামলে প্রশাসনের লোকজনেরও চরে তেমন পা পড়ে না ৷ পা দেন না জনপ্রতিনিধিরাও ৷ চরবাসী সরকারি উন্নয়ন দেখেন শুধু নথিতে ৷ তবু আগামী 7 মে চরের দু'টি বুথে ভোট দেবেন 1400 মানুষ ৷
গদাই চর বাংলার অবিচ্ছেদ্য অংশ হলেও এই ভূখণ্ডকে বারবার নিজেদের বলে দাবি করে এসেছে পড়শি রাজ্য ঝাড়খণ্ড ৷ চরের বেশ কিছুটা অংশ প্রতিবেশী রাজ্যের দখলে ৷ তবে এখানে থাকা দু'টি বুথ এখনও বাংলার মধ্যে রয়েছে ৷ সমস্যা মেটাতে বেশ কয়েকবার দুই রাজ্যের প্রশাসনিক বৈঠকও হয়েছে ৷ কিন্তু বৈঠকের সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আনেনি কোনও সরকার ৷ এই চর খাতায় কলমে মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৷
গদাই চরে দুই রাজ্যের বাসিন্দাই বসবাস করেন ৷ রাস্তাঘাট নেই ৷ সূর্য অস্ত গেলে এখনও গ্রামে ঘুটঘুটে অন্ধকার ৷ বিদ্যুৎ নেই ৷ একটি প্রাথমিক স্কুল থাকলেও শিক্ষকদের দেখা পাওয়া দুষ্কর ৷ হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বা কারও প্রসব যন্ত্রণা উঠলে হাসপাতালে আনতে সময় লাগে অন্তত ছ’ঘণ্টা ৷ হাইস্কুলে পড়তে গেলে সেই সময় বেড়ে দ্বিগুন ৷ চরবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা ৷ এই ডিজিটাল যুগেও সেখানে ভালো মতো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না ৷ ইন্টারনেট তো অনেক দূরের বিষয় ৷