নয়াদিল্লি, 4 মার্চ: ফের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 11 মার্চ ফেমা লঙ্ঘন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে নতুন করে সমন জারির কথা সোমবার জানিয়েছে একটি সূত্র ৷
সূত্রের তরফে জানা গিয়েছে, 49 বছর বয়সি এই রাজনীতিবিদ তদন্তে যোগদানের জন্য কয়েক সপ্তাহ সময় চেয়েছিলেন ইডির কাছে ৷ গত মাসে এ কথা এজেন্সিকে জানিয়ে তিনি সেই সময় ইডির সামনে হাজির হতে অপারগ বলে জানিয়েছিলেন ৷ এরপর এই মাস পড়তেই মহুয়া মৈত্রকে তলব করল ইডি ৷ 11 মার্চ অর্থাৎ আগামী সোমবার দিল্লির ইডি অফিসে তাঁকে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছে সূত্র ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) বিধানের অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করতে চায় ৷ সূত্র জানিয়েছে, একটি অনাবাসী বহিরাগত (এনআরই) অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত লেনদেনগুলি এই ক্ষেত্রে এজেন্সির নজরদারিতে রয়েছে ৷ এ ছাড়াও অন্যান্য বিদেশি রেমিট্যান্স এবং তহবিল স্থানান্তরের তথ্যও রয়েছে ইডির হাতে ৷
মহুয়া মৈত্রের বিষয়ে সিবিআইও তদন্ত করছে ৷ লোকপালের রেফারেন্সে কয়েক মাস আগে বহিষ্কৃত এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত চালাচ্ছে সিবিআই । বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন যে, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশেই আদানি গোষ্ঠী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র ৷ আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে তিনি আপস করেছিলেন বলেও অভিযোগ ওঠে । যদিও এই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দেন মহুয়া ৷ তিনি দাবি করেন যে, তিনি আদানি গোষ্ঠীর চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে তাঁকে টার্গেট করা হচ্ছে ৷ (পিটিআই)
আরও পড়ুন:
- বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়াকে তলব ইডির, কোনও সমন পাননি দাবি প্রাক্তন সাংসদের
- 'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের
- 'বাংলো ছেড়ে দেওয়া হয়েছে', কেন্দ্রীয় দল পৌঁছানোর আগেই জানালেন মহুয়ার আইনজীবী