নয়াদিল্লি, 20 মার্চ: কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শোভা কারান্ডলাজের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন ৷ বুধবার কমিশনের তরফে এই নির্দেশ কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া হয়েছে ৷ ওই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছে ৷ কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছিল ডিএমকে ৷ তার ভিত্তিতেই কমিশন এই নির্দেশ দিয়েছে ৷ আগামী 48 ঘণ্টার মধ্যে এই নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন ৷
উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার ৷ কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি প্রতিবাদ সভায় ওই কেন্দ্রীয় মন্ত্রী শোভা কারান্ডলাজে বলেন, "কর্ণাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে । তামিলনাড়ু থেকে আসা লোকেরা এখানে বোমা ফেলে, দিল্লির লোকেরা 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেয় ও কেরালা থেকে আসা লোকেরা অ্যাসিড হামলায় জড়িত থাকে ।"
এর পরই এই নিয়ে সরব হয় ডিএমকে ৷ তাঁদের অভিযোগ, বেঙ্গালুরুর রামেশ্বরম কাফেতে গত 1 মার্চ যে বিস্ফোরণ হয়েছিল, সেই ঘটনায় তামিলনাড়ুর কেউ জড়িত বলে দাবি করেছেন শোভা ৷ এর মাধ্যমে তিনি অপমান করেছেন তামিলনাড়ুর সব মানুষকে ৷