আসানসোল, 13 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় । মঙ্গলবার বামেদের আইন অমান্যতে অংশ নেন মিনাক্ষী মুখোপাধ্যায় । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি নিয়ে মন্তব্য করেন তিনি । তখনই এই নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন ৷
ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজে পুলিশমন্ত্রী । উনি তো গন্ধও পেয়ে যান । আমরা জানি না আর কে কে গন্ধ পান, উনি পেয়ে যান । কে মাওবাদী, কে সিপিএম, কে বিজেপি । শাহজাহানের গন্ধটা এতদিন নাকে এল না ? নাকি শাহজাহান ভালো পয়সা পাঠাত বলে পাশে বসিয়ে মাথায় হাত বোলাতেন ।"
আবার নতুন করে 144 ধারা জারি হয়েছে সন্দেশখালিতে । তা নিয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ক'দিন 144 ধারা জারি করবে ? যে 144 ধারা আমার আপনার বাড়ির সম্মানকে রক্ষা করতে পারে না, মানুষের ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে, সেদিন এই পুলিশকে, এই সরকারকে জবাব দিতে হবে । আমরা কখনোই বলব না মানুষ আইনকে নিজের হাতে তুলে নিক । কিন্তু যখন পেটে, পিঠে ও সম্মানে আঘাত লাগে, তখন মানুষ কী করবে, সেটা মানুষ সিদ্ধান্ত নেবে ।"