পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মুখ্যমন্ত্রী তো আগে সব গন্ধই পেয়ে যান, শাহজাহানের গন্ধ পাননি, কটাক্ষ মিনাক্ষী মুখোপাধ্যায়ের

Minakshi Mukherjee: সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় ৷ তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রী তো আগে সব গন্ধই পেয়ে যান, শাহজাহানের গন্ধ পাননি ! মঙ্গলবার আসানসোলে গিয়ে তিনি এই মন্তব্য করেন ৷

Minakshi Mukherjee
Minakshi Mukherjee

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 3:27 PM IST

মুখ্যমন্ত্রী তো আগে সব গন্ধই পেয়ে যান, শাহজাহানের গন্ধ পাননি, কটাক্ষ মিনাক্ষী মুখোপাধ্যায়ের

আসানসোল, 13 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় । মঙ্গলবার বামেদের আইন অমান্যতে অংশ নেন মিনাক্ষী মুখোপাধ্যায় । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি নিয়ে মন্তব্য করেন তিনি । তখনই এই নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন ৷

ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজে পুলিশমন্ত্রী । উনি তো গন্ধও পেয়ে যান । আমরা জানি না আর কে কে গন্ধ পান, উনি পেয়ে যান । কে মাওবাদী, কে সিপিএম, কে বিজেপি । শাহজাহানের গন্ধটা এতদিন নাকে এল না ? নাকি শাহজাহান ভালো পয়সা পাঠাত বলে পাশে বসিয়ে মাথায় হাত বোলাতেন ।"

আবার নতুন করে 144 ধারা জারি হয়েছে সন্দেশখালিতে । তা নিয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ক'দিন 144 ধারা জারি করবে ? যে 144 ধারা আমার আপনার বাড়ির সম্মানকে রক্ষা করতে পারে না, মানুষের ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে, সেদিন এই পুলিশকে, এই সরকারকে জবাব দিতে হবে । আমরা কখনোই বলব না মানুষ আইনকে নিজের হাতে তুলে নিক । কিন্তু যখন পেটে, পিঠে ও সম্মানে আঘাত লাগে, তখন মানুষ কী করবে, সেটা মানুষ সিদ্ধান্ত নেবে ।"

তাঁর দাবি, "গভর্মেন্ট স্পনসরড অরাজকতা চলছে । নৌকাবিহারে এসপি, এএসপিকে নিয়ে ঘুরে বেড়াবে আর অরাজকতা হবে না ?" প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে মিনাক্ষী বলেন "যাঁরা আন্দোলন করলেন, তাঁদেরকে শাসিয়ে, তাঁদেরকে ধরে জেলে ভরে দিল । খেতমজুরদের নেতা, প্রাক্তন বিধায়ককেও ধরল । তো তাঁর বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের কোনও উপায় ছিল না ।"

এ দিন মিডিয়াকেও ছেড়ে কথা বলেননি তিনি । মিনাক্ষী বলেন, "যাননি আপনারা সন্দেশখালিতে এর আগে ? টুর্নামেন্ট হয়েছে, জলসা হয়েছে, ভাষণ হয়েছে, প্রশাসনিক মিটিং হয়েছে, গন্ধ পাননি ? আপনারা যাঁরা নিচুতলাতে, মাঠে ঘাটে প্রান্তরে খবর জোগাড় করে দিচ্ছেন, আপনাদের বার্তা সম্পাদকরা কি আপনাদের খবরকে চেপে দিচ্ছেন ?’’

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তে 10 সদস্যের কমিটি গঠন পুলিশের
  2. বিনা নথিতেই আদালতে নিরাপদ সর্দার ! সন্দেশখালি মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারক
  3. নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদ ! সোমবার সন্দেশখালিতে 12 ঘন্টার বনধ ডাকল সিপিএম

ABOUT THE AUTHOR

...view details