সন্দেশখালি ইস্যুতে পুলিশকে তৃণমূলের তাবেদার বলে কটাক্ষ দিলীপের (ইটিভি ভারত) দুর্গাপুর, 11 মে: সন্দেশখালি-কাণ্ডে এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র-সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ স্টিং-অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে এনে মিথ্যে ধর্ষণের মামলাদায়ের করার অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই নিয়েই এবার পুলিশ প্রশাসনকে তৃণমূলের 'পোষা কুকুর' বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, "পুলিশ সময় থাকতে কিছু করতে পারেনি ৷ এখন পোষা কুকুরের মতো তাবেদারি করছে ৷"
চতুর্থদফার নির্বাচনের আজ শেষদিনের প্রচার ৷ তাই শনিবার সকাল থেকে জোরকদমে প্রচারকাজে নেমে গিয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ প্রচারের মাঝেই রেখা পাত্র-সহ 11 জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের এফআইআর করা নিয়ে বেলাগাম মন্তব্য করে বসলেন তিনি ৷
এদিন দিলীপ ঘোষ বলেন, "পুলিশ আর কি করবে ? তাবেদারি করবে পোষা কুকুরের মতো ৷ এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারে না ৷ এতদিন পুলিশের নাকের ডগা দিয়ে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হল ৷ পুলিশ কেন এফআইআর করেনি ? পুলিশ ওদের চামচা-বেলচা ৷ শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত ৷ শেখ শাহজাহানদের বিরুদ্ধে কিছু করার সাহস নেই পুলিশের ৷"
এই প্রসঙ্গে বর্ধমান-দুর্গাপুরেও দাগি-আসামীরা বিনা জামিনে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ ৷ আর সেটা পুলিশের নাকের-ডগায় হচ্ছে বলে জানান তিনি ৷ তৃণমূলের তরফে সন্দেশখালির মহিলাদের ধর্ষণের ঘটনা সাজানো বলে যে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে দিলীপের বক্তব্য, "মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরি চুরি হয়নি ৷ কিন্তু, আদালত কী বলছে ? এরকম অনেক কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরে সত্যিটা বেরিয়ে আসে ৷" উল্লেখ্য, 13 মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন ৷ যেখানে রাজ্যে মোট আটটি কেন্দ্রে ভোট হবে ৷ যার মধ্যে অন্যতম বর্ধমান-দুর্গাপুর লোকসভা ৷
আরও পড়ুন:
- মোদি সরকারের জমানায় মমতা জেলে যাবেন, তীব্র আক্রমণ দিলীপের
- শুভেন্দুর পর দিলীপের কু-কথা, পিতৃ পরিচয় তুলে আইসি-এসআইয়ের প্যান্ট খোলার হুঁশিয়ারি
- কমল শাহি টার্গেট ! রাজ্যে 35 নয় 30টি আসন জিততে চায় বিজেপি