খড়গপুর, 23 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে সবাই গেলেও ‘সূর্পনখা ও কালনেমি’ যেতে পারেনি ৷ মঙ্গলবার সকালে রেলশহর খড়গপুরে বসে এমনই মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর এই মন্তব্য ঘিরে হইচই পড়েছে রাজনৈতিক মহলে ৷ প্রশ্ন উঠেছে, কাকে উদ্দেশ্যে করে তিনি এই কথা বললেন ? উত্তর অবশ্য অধরা ৷ কারণ, ঠিক কাকে নিশানা করে একথা বলা হল, সেই ব্যাখ্যা অবশ্য দেননি বিজেপির এই নেতা ৷
উল্লেখ্য, মঙ্গলবার সকালে খড়গপুরে প্রাতঃভ্রমণে বের হয়ে চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই তাঁকে সাংবাদিকরা রাম মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গে প্রশ্ন করেন ৷ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি ও কলকাতায় সংহতি মিছিল করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷
উত্তরে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‘প্রথম কথা হল পুরো দেশ রামের সঙ্গে আছে ৷ পুরো সমাজ রামের সঙ্গে ছিল ৷ আর তৃণমূল কংগ্রেসে নিজেদের কয়েকজন লোককে নিয়ে মিছিল করেছে ৷ বাংলা থেকেও হাজার হাজার লোক গিয়েছেন (অযোধ্যায়) ৷ যাওয়ার জন্য প্রস্তুতও রয়েছেন ৷ রাম-লক্ষ্মণ দেখতে গেলেন, ভালু গেল, জটায়ু গেলেন, পাখি গেল, কুকুর-বিড়ালও যাচ্ছে ৷ শুধু সূর্পনখা আর কালনেমি যেতে পারল না ৷’’
তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক ছড়িয়েছে৷ প্রশ্ন উঠেছে, যেহেতু মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি এই বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উদ্দেশ্য করেই করেছেন বঙ্গ বিজেপির এই হেভিওয়েট নেতা ? তবে এই নিয়ে কোনও ব্যাখ্য়া মেলেনি ৷ আর এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি ৷