কলকাতা, 4 ফেব্রুয়ারি: কৃষকদের রোজগার দ্বিগুণ করার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন নরেন্দ্র মোদি। রবিবার সাংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। একই সঙ্গে এই নিয়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে দারাজ সার্টিফিকেটও দিয়েছেন।
তাঁর দাবি, "2011 সালের পর থেকে এখনও পর্যন্ত বাংলার কৃষকদের রোজগার বহুগুণ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এই কারণেই তিনি অনন্য ৷" ডেরেকর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার শুধু দেশের কৃষিজীবী মানুষ নন। শ্রমজীবী থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই এই বঞ্চনার শিকার। আর সে কারণেই 100 দিনের কেন্দ্রীয় বঞ্চনার দায় রাজ্যকে তুলে নিতে হচ্ছে। এই প্রবীণ নেতার কথায়, "মমতাই একমাত্র পারেন কেন্দ্রের বঞ্চনার শিকার শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে ৷"
এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। সাংবাদিক সম্মেলন থেকে তাঁরা স্পষ্ট ভাষায় জানান, ক্যাগ যে সময়কালের কথা বলছে তার একটা অংশ জুড়ে রয়েছে বাম শাসন। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, রাজ্যে পালা বদলের পর প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু বামফ্রন্ট আমলের কোনও অনিয়মের দায় এই সরকার নেবে না।