কলকাতা, 10 জুন:লোকসভা নির্বাচনে বঙ্গে ফের ধরাশায়ী হতে হয়েছে বাম নেতৃত্বকে ৷ কংগ্রেসের সঙ্গে জোট করেও কোনও লাভ হয়নি দলের ৷ খালি হাতেই ফিরতে হয়েছে তাদের ৷ এই নিয়ে এবার পলিটব্যুরোর প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের বাম নেতৃত্ব ৷ রবিবার দিল্লির একে গোপালন ভবনে বঙ্গের নেতাদের কাছে 2024 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবির কারণ জানতে চাইল কেন্দ্রীয় নেতৃত্ব ৷ যদিও বঙ্গের নেতারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি বলেই সূত্রের খবর ৷ এত জোরদার প্রচার চালানো সত্ত্বেও কেন এমন অবস্থা হল, সেই বিষয়ে রিপোর্ট সংগ্রহ করবে আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা ৷
সূত্রের খবর, মূলত তিনটি ধাপে মতামত সংগ্রহ করবে সিপিএম নেতৃত্ব। যা আগে কখনও বঙ্গ সিপিএমে সম্ভবত হয়নি। প্রাথমিক পর্যায়ে জেলা নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে দলের কর্মী-সমর্থক, বুথ এজেন্ট এবং যারা এবারের নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের থেকে রিপোর্ট সংগ্রহ করা হবে। তৃতীয় পর্যায়ে রিপোর্ট নেওয়া হবে দলের গোপন কর্মীদের কাছ থেকে ।