কলকাতা, 22 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মিছিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাবরি মসজিদ ধ্বংসের পর তিনিই প্রথম তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে গিয়ে বলেন যে ‘দরকার থাকলে বলুন’ ৷ কিন্তু, মমতার সেই দাবিকে নস্যাৎ করে দিলেন সিপিএমের বতর্মান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর পাল্টা দাবি, "সব চেয়ে বড় মিথ্যে কথা । কোথাও খবর হয়নি । দাঙ্গাবাজকে যখন ধরা হয়, তখন জেলে গিয়ে তাঁকে ছাড়াতে বলেছিলেন উনি ।"
মমতাকে নিশানা করে সেলিমের আরও অভিযোগ, "আরএসএসের পাদুকা রেখে মমতা শাসন করছেন । সবাইকে এক সূত্রে গাথা যায় না । কমিউনিস্টর জোয়ারে গা ভাসায় না । সবচেয়ে উল্লেখযোগ্য জ্যোতি বসু । ...বিজেপি ধর্মের নামে করছে বলে আজ গুরুদোয়ারায় কেন গেলেন ? এত ঢাক ঢোল পিটিয়ে করছে কেন ? একটু অন্য মোড়কে এক ভাবেই করছে তৃণমূল ।’’
তিনি আরও বলেন, ‘‘আজ সতর্ক দৃষ্টি রাখা উচিত ছিল রাজ্যের । তার বদলে এই ভয়-ভীতির পরিবেশ তৈরি করেছে । যা প্রধানমন্ত্রী করলেন, তা সত্য মুখ্যমন্ত্রীর জন্যও । পুলিশ ব্যরিকেড করে সব বন্ধ করে দিল । অযোধ্যা হোক বা রাজ্যে, স্টেট-স্পনসর বিষয় । একনায়কতন্ত্র ।"
কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে সেলিমের আরও দাবি, "পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার অযোধ্যাকে কেন্দ্র করে নতুন ইতিহাস সূচনার জন্য বড় করে করছে । কলকাতার বহু স্কুল নেতাজির জন্মদিনে ছুটি না দিয়ে এ দিন দিল । ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইতিহাস । রামায়ণ সিরিয়ালের মতোও টিআরপি হল কই ? রামায়ণে পথঘাট ফাঁকা হয়ে যেত । এখানে তা হয়নি ।’’
সেলিমের আরও বক্তব্য, ‘‘রাষ্ট্রের কোনও ধর্ম থাকতে পারে না । প্রধানমন্ত্রী কিন্তু রামলালা নিয়ে যাননি । ফের সেখান থেকে স্পষ্ট জাতের ভাগ । তফসিলিদের ঢুকতেও দেয় না । আজকের সভ্যতা কালেক্টিভ উইসডমকে নষ্ট করছে । লকডাউনের পর অর্থনীতির ক্ষেত্রে সমস্যা হয়েছে । সব ডাউন হয়েছে । এসব থেকে দৃষ্টি সরিয়ে ধর্মীয় ভাবাবেগকে উসকে দিচ্ছে । চাকরি-সহ একাধিক প্রতিশ্রুতির বদলে বলছে নতুন কালে পরিণত হল বলছে । এ কোন কাল ?’’
তিনি দাবি, যখন ধর্মীয় যুক্তি দিয়ে পুরোটা বোঝানো গেল না, তখন আলাদা আলাদা ব্যখায় আসছে । বিজেপি শুধু ধর্মের ব্যখ্যা দিতে পারে । তিনি লালকৃষ্ণ আদবানির অনুপস্থিতির প্রসঙ্গও তোলেন ৷ তাঁর অভিযোগ, প্রথম রাম জন্মভূমি কমিটির কেউই এখন আর নেই ৷ আরএসএস আদবানিকে বাদ দিয়ে এখন মোদিকে তুলে ধরছে ৷
আরও পড়ুন:
- মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার
- সিপিএম নেতার স্মরণসভায় এসে বামেদের প্রশংসা, বিতর্কে তৃণমূল বিধায়ক
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখানো ঘিরে অশান্তি