কলকাতা, 3 জানুয়ারি: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া-চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত হয়েছিল । রাজনৈতিক রং ভুলে লাখ লাখ মানুষ পথে নেমে বিচার চেয়েছেন । মিটিং-মিছিল-আন্দোলনের ভরকেন্দ্র ছিল শহর কলকাতা । এই ইস্যুতে মিছিল কিংবা দীর্ঘ অবস্থান-বিক্ষোভে সিপিএমের তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল বলেও শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে ‘অভিযোগ’ করা হয়েছে ।
যদিও আরজি কর পরবর্তী ছ’টি বিধানসভা উপনির্বাচনে কার্যত তার কোনও প্রভাবই পড়েনি। এমনকী সাংগঠনিকভাবে সিপিএম বিশেষ সুবিধা করতে পারেনি বলেই স্বীকার করে নিচ্ছে । তাহলে আন্দোলনের রূপরেখা, স্লোগান ঠিক হচ্ছে না ? স্লোগান-আন্দোলন কী রকম হলে সাধারণ মানুষকে টানা যাবে, সেই উত্তর খুঁজছে সিপিএম ।
4 জানুয়ারি, শনিবার থেকে সিপিএম কলকাতা জেলা কমিটির 26তম সম্মেলন শুরু হচ্ছে । চলবে 6 জানুয়ারি, সোমবার পর্যন্ত । দলীয় নিয়ম-নীতি মেনে ইতিমধ্যে সিপিএম কলকাতা জেলা কমিটি রাজনৈতিক খসড়া প্রকাশ করেছে । সিপিএম সূত্রের খবর, সেই রাজনৈতিক খসড়াতেই কলকাতা জেলা কমিটি স্লোগান-আন্দোলনের রূপরেখা ও সাধারণ মানুষকে দলে টানার উত্তর পাওয়ার চেষ্টা করছে ।
|