পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'মানুষের অধিকার রক্ষায় লড়াই', দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর - Lok Sabha Election 2024

CPIM candidate Sukriti Ghosal: প্রচার শুরু করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল ৷ তাঁর দাবি, মানুষের অধিকার রক্ষা করার জন্য তিনি এই লড়াইয়ের ময়দানে নেমেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 1:19 PM IST

দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর

দুর্গাপুর, 29 মার্চ: পদ্ম শিবিরের হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ আর জোড়াফুলের প্রার্থী কীর্তি আজাদকে টেক্কা দিতে হাতে লাল পতাকা নিয়ে পথে নামলেন সিপিআইএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল । দুর্গাপুরে প্রচারের প্রথম দিনে বিশিষ্ট শিক্ষাবিদ জানিয়ে দিলেন, মানুষের অধিকার সুরক্ষিত করতেই তাঁর লড়াই ৷

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এ বারের সিপিআইএম প্রার্থী ড. সুকৃতি ঘোষাল । বর্ধমান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীর্ঘদিন ধরে বাম আন্দোলনের সঙ্গে জড়িত । গুড ফ্রাইডেতে তিনি দুর্গাপুরে প্রচার শুরু করলেন । সহজ সরল ভাবে তিনি জানিয়ে দিলেন, "রাজনীতিতে পরিচিত মুখ বলে কিছু হয় না । সেই পরিচিত মুখ কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেটাকেই মানুষ বড় করে দেখেন । আমরা গত কয়েক বছর ধরে দেখছি, যুব সম্প্রদায় আবার লাল পতাকা হাতে নিয়ে পথে নেমেছে । সম্প্রতি ইনসাফ যাত্রাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে মানুষ কী চাইছেন । আমরা মানুষের উপর বিশ্বাস রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি ।"

তাঁর কথায়, "ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে আমরা বিশ্বাস করি না । মানুষের অধিকারের প্রশ্নে লোকসভায় লড়াই করাটাই আমাদের কাজ ।"

কেন্দ্রে এবং এ রাজ্যে যে সরকার চলছে তাদের উপর মানুষ আস্থা হারিয়েছে বলেও মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল । দুর্গাপুরের কবিগুরু বাসস্ট্যান্ড থেকে পদযাত্রার মধ্যে দিয়ে দুর্গাপুরে এ দিন প্রচার শুরু করেন সিপিআইএম প্রার্থী । শুক্রবার সারাদিন দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচার সারবেন বলে জানান । তাঁর কথায়, মানুষের অধিকার রক্ষার প্রশ্নে লোকসভার ভেতরে যে লড়াই আন্দোলন বামপন্থীরা করেছে, তার কোনও বিকল্প নেই ৷

আরও পড়ুন:

  1. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
  2. মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের
  3. 'কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার কী হয়!', কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপের

ABOUT THE AUTHOR

...view details