কলকাতা, 29 মার্চ: প্রথম দফার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন আগামিকাল শনিবার ৷ তার ঠিক আগের দিন শুক্রবার কংগ্রেসকে জোটবার্তা দিলেন বামফ্রন্টের চেয়ারম্যানের বিমান বসু ৷ সরাসরি কোচবিহার নিয়ে ভেবে দেখার কথা বললেন কংগ্রসকে ৷ কারণ, কোচবিহার আসনে আগেই প্রার্থীর নাম ঘোষণা করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ৷ সেখান থেকে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক ৷ কিন্তু ওই আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেসও ৷
এ দিন সন্ধ্যায় কলকাতায় সিপিএমের সদর দফতর মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক বৈঠক করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ৷ সেখানে ফ্রন্টের চেয়ারম্যানের বিমান বসু দু’টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন ৷ তিনি জানান, হুগলির আরামবাগ থেকে ভোটে লড়বেন বিপ্লবকুমার মৈত্র এবং ঝাড়গ্রাম থেকে প্রার্থী হচ্ছেন সোনামনি টুডু ৷ দু’জনেই সিপিএমের প্রার্থী বলে তিনি জানিয়েছেন ৷
এই নিয়ে চার দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট ৷ একসময় যারা ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই সমস্ত আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিত, তারা এখনও রাজ্যের সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারল না ৷ এই বিষয়ে বামফ্রন্টের বক্তব্য, এবার সাত দফায় ভোট ৷ প্রায় আড়াই মাস ধরে ভোট চলবে ৷ তাই তারা সেই সুযোগ নিতে চাইছে ৷ সেই কারণেই ষষ্ঠ ও সপ্তম দফার আসনগুলির প্রার্থীদের নাম ঘোষণা করা হল না ৷
তাদের দাবি, চাইলেই তারা এখনই 42 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে ৷ কিন্তু যেহেতু রাজ্যে তৃণমূল ও বিজেপি বিরোধিতার ইতিবাচক দিক তৈরি হচ্ছে, তাই তারা সময় নিচ্ছেন ৷ আলোচনার দরজা খোলা রাখছেন তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তিগুলোর জন্য ৷ বিমান বসু বলেন, ‘‘আমরা ভেবেছিলাম আজ বড় লিস্ট ঘোষণা করতে পারব । কিন্তু পারছি না, কারণ আসন সমঝোতা ও অন্যান্য বিষয় নিয়ে সবটা জট খোলা যায়নি । কারণ, এটা শুধু বামফ্রন্টের বিষয় নয় ।’’