মোদির সঙ্গে রামের কার্টুন নিয়ে সরগরম শিলিগুড়ি শিলিগুড়ি, 6 এপ্রিল: রামমন্দির স্থাপনের পর থেকে রাজনৈতিক তরজা কম হয়নি ৷ রামমন্দিরকে ইস্যু করে দেশে নির্বাচনী প্রচার সারছে বিজেপি ৷ বিরোধীদের অভিযোগ, ভগবান শ্রী রামকে ঢাল করে ভোটে জিততে চাইছে গেরুয়া শিবির। এরই মাঝে এবার রামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্টুনের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শিলিগুড়িতে। শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। শুরু হয় বিক্ষোভ-থানা ঘেরাও।
শিলিগুড়ি পৌরনিগমের 16 নম্বর ওয়ার্ডে রয়েছে আরএসএসের প্রধান কার্যালয়। আর সেই কার্যালয়ের বাইরে টাঙানো পোস্টারে দেখা গেল ভগবান শ্রীরামের হাত টেনে ধরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ঘিরে উত্তেজনা ছড়ায় শনিবার। শুধু তাই নয় ৷ পোস্টারে আবার লেখা রয়েছে, "ছাড় আমায় ছাড় ! নিজের ক্ষমতায় একবার অন্তত নির্বাচন লড়ে দেখা ৷" পোস্টারের নীচে লেখা 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ।
আর এই পোস্টারটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি । যুগপুরুষ ভগবান শ্রীরামের কার্টুন বানিয়ে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীকে জুড়ে নিকৃষ্টমানের রাজনীতির পরিচয় দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, বলে অভিযোগ উঠেছে । ঘটনার পরই ওই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ । এরপর তারা শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভও দেখায় । বিক্ষোভের পর তারা লিখিত অভিযোগ দায়ের করে থানায় ।
এই বিষয়ে বিজেপির রাজ্য সম্পাদক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "এই পোস্টার থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস কতো নিম্নমানের রাজনীতি করে । ভগবান শ্রী রামকে নিয়ে মকারি বা হাস্যকর কার্টুন করা তাদের সংস্কৃতিকে মানুষের সামনে নিয়ে এল ।" যদিও এতে কোন অপরাধ দেখছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । শিলিগুড়ি ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জন সরকার বলেন, "প্রধানমন্ত্রী আর বিজেপি দেবদেবীদের নামে গোটা দেশে বিভেদের রাজনীতি করছে । ভগবান শ্রীরামকে ঢাল করে তারা ভোটে জিততে চায় । নিজেদের ক্ষমতা নেই ভোটে লড়ার ।"
আরও পড়ুন:
- নিখোঁজ ! বিজেপি প্রার্থীর নামে পোস্টার ঘিরে ভোটের মুখে রাজনৈতিক বিতর্ক মালদায়
- 'অভিজিৎ তুমি তো লোভী', পোস্টারের মাঝেই শুভেন্দু গড়ে প্রাক্তন বিচারপতি
- রেখা পাত্রকে প্রার্থী হিসেবে না-পসন্দ! বিরোধিতায় পথে সন্দেশখালির মহিলারা