পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বামেদের সঙ্গে জোট নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি উঠল প্রদেশ কংগ্রেসের বৈঠকেও - Bengal Congress Meeting - BENGAL CONGRESS MEETING

Bengal Congress Meeting: শুক্রবার প্রদেশ কংগ্রেসের বর্ধিত কমিটির বৈঠক হয় ৷ সেই বৈঠকে বামেদের সঙ্গে কংগ্রেস জোটে আছে কি না, সেই বিষয়টি স্পষ্ট করার দাবি ওঠে ৷ এমনকী, তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সখ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে ৷

Bengal Congress Meeting
প্রদেশ কংগ্রেসের বর্ধিত কমিটির বৈঠক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 8:12 PM IST

কলকাতা, 21 জুন: সিপিএমের অথবা বামফ্রন্টের বৈঠকে আলোচনার অন্যতম বিষয় থাকে তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে নাকি একা । এবার সেই একই প্রশ্ন নিয়ে কংগ্রেসের অন্দরে তোলপাড় হল । শুক্রবার প্রদেশ কংগ্রেস কমিটির বর্ধিত বৈঠকে একাধিক জেলা নেতৃত্বের তরফে জোট নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি তোলা হয় প্রদেশ নেতৃত্বের কাছে ।

কংগ্রেস সূত্রে খবর, আলোচনায় উঠে আসে যে কংগ্রেস কর্মীরা রাজ্যে বামেদের সঙ্গে হাত ধরে তৃণমূল ও বিজেপির নানা দুর্নীতি, অন্যায় বিরুদ্ধে লড়ছে । তৃণমূলের কাছে আক্রান্ত হচ্ছেন রাজ্যের কংগ্রেস কর্মীরা । সেখানে দাঁড়িয়ে মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, পি চিদম্বরমের মতো কংগ্রেস নেতাদের তৃণমূলের সঙ্গে সখ্যতার বিষয়টি ভালো চোখে নিচ্ছেন না কংগ্রেস নেতা-কর্মী থেকে সমর্থকরা । মানুষ যদি দেখেন জাতীয়স্তরে নেতৃত্বের একাংশ তৃণমূলের পক্ষে বলছে, তবে এরাজ্যে কেন ক্ষয়িষ্ণু কংগ্রেসকে লোকে ভোট দেবে ? তাঁরা তৃণমূলকেই ভোট দেবেন সরাসরি ।

বৈঠকে কংগ্রেস কর্মীরা নেতৃত্বকে জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের তৃণমূল-প্রীতি রাজ্যের কংগ্রেসের বৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ৷ একই ভাবে কেউ কেউ বলেছেন, যদি বামফ্রন্টের সঙ্গে জোট করেই এগোনো হয় ৷ তাহলে কেন একই আসনে বারবার দুইপক্ষ প্রার্থী দিচ্ছে ? এতে জনমানসে বিভ্রান্তি বাড়ছে । মানুষ কীকরে সমর্থন করবে ? মানুষ ভরসা পাচ্ছে না । তারা ভাবছে দুই পক্ষই অস্থির । তাই স্থায়ী হিসেবে তারা বিজেপি বা তৃণমূলের পক্ষ নিয়ে নিচ্ছে ।

কর্মীরা বৈঠকে আরও বলেন যে যদি একা চলতে হয়, তাহলে একাই চলা উচিত ৷ প্রদেশ কংগ্রেসের তরফে তা স্পষ্ট করে বলে দিতে হবে । আর জোট করে চললে আসনে জট না রাখাই ভালো । তাতে নিচুরতলা কর্মী বা সমর্থক, তারা বিভ্রান্ত হয় না । আর এর জেরে দলের প্রতি মানুষের আস্থা কমতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে ।

ABOUT THE AUTHOR

...view details