পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের খসড়া প্রস্তুত, চূড়ান্ত সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির - Congress Working Committee

Lok Sabha Elections 2024: আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক লড়াইয়ের বাইরে, মানুষের জন্য কী প্রতিশ্রুতি নিয়ে আসছে কংগ্রেস ? সেই সকল প্রতিশ্রুতি বা নির্বাচনী ইস্তাহারের খসড়া তৈরি করে ফেলল কংগ্রেস ৷ আগামিকাল তা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে তুলে দেবে ইস্তাহার তৈরির দায়িত্বে থাকা প্যানেলের প্রধান পি চিদম্বরম ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 12:03 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ: কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের খসড়া তৈরি করে ফেলল টাস্ক প্যানেল ৷ কংগ্রেস নেতা পি চিদম্বরমের নেতৃত্বাধীন প্যানেল এই খসড়া তৈরি করেছে ৷ আজ সেই খসড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে তুলে দেবেন চিদম্বরম ৷ নির্বাচনী ইস্তাহারের খসড়া নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আলোচনার পর, তা নথিভুক্ত করা হবে ৷

এ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, "আমরা নির্বাচনী ইস্তাহারের একটা খসড়া তৈরি করে ফেলেছি ৷ এবার এটা কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে যাবে ৷ ওয়ার্কিং কমিটির ছাড়পত্র পাওয়ার পর, তা কংগ্রেস দলের নির্বাচনী ইস্তাহার হিসেবে নথিভুক্ত হবে ৷ আমরা এটা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে তুলে দেব ৷" উল্লেখ্য, আগামী সপ্তাহ থেকে কংগ্রেস তাদের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবে ৷ বিভিন্ন বয়সের মানুষের কাছে পৌঁছে যেতে নির্বাচনী প্রচারের পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে বলে কংগ্রেসের একটি সূত্র সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে ৷

কংগ্রেসের ওই সূত্রের দাবি অনুযায়ী, সব রাজ্যে প্রচারের সামগ্রী ও বিভিন্ন রকম হোর্ডিংয়ের জন্য দলের তরফে দু’টি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে ৷ এমনকি প্রথমবার কংগ্রেস তাদের মিডিয়া স্ট্র্যাটেজির ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসছে ৷ সূত্রের দাবি অনুযায়ী, ভারতীয় জনতা পার্টির সেন্ট্রালাইজড মিডিয়া ক্যাম্পেইনের পালটা, কংগ্রেস স্থানীয় স্তরে একাধিক ছোট ছোট এলাকায় গিয়ে প্রচার চালাবে ৷ এমনকি কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের বা এমএসপি-র আইনি নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়ে হোর্ডিংও লাগাবে ৷

উল্লেখ্য, কৃষকদের 'দিল্লি চলো' অভিযানের শুরুর দিকে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জিতে ক্ষমতায় এলে, তারা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দেবে ৷ এমনকি ক্ষমতায় এলে দেশ জুড়ে 'জাতি শুমারি' করার প্রতিশ্রুতিও দিয়েছিল ৷ 2024 লোকসভা নির্বাচনের প্রচারে মানুষের কাছে পৌঁছে যেতে এবার বুথস্তরে 1 লক্ষ এজেন্ট নিযুক্ত করেছে হাত শিবির ৷

আরও পড়ুন:

  1. বাংলায় জোটে জট ! সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় দিল্লির কোর্টে বল ঠেললেন অধীর চৌধুরী
  2. 42 আসনেই প্রার্থী দিতে প্রস্তুত বামেরা, কংগ্রেসের দোদুল্যমানতা কাটাতে আর্জি সেলিমের
  3. মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কথা রাখলেন কংগ্রেস সাংসদ, দক্ষিণে কোথায় প্রার্থী হতে পারেন রাহুল ?

ABOUT THE AUTHOR

...view details