পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

21 ফেব্রুয়ারি পঞ্জাব সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন স্বর্ণমন্দিরেও - মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Punjab visit: লোকসভা নির্বাচনের আগেই পঞ্জাবের আপ একলা লড়াইয়ের কথা জানিয়ে দিয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সে কথাই জানিয়েছেন। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় ক্ষেত্রে এখনও ইন্ডিয়া জোটের সঙ্গ না ছাড়লেও, পশ্চিমবঙ্গে একলা লড়াইয়ের কথাই বলেছেন তিনিও। এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও জোটের সম্ভাবনা নেই আপাতত। এইরকম যখন দুই রাজ্যের রাজনৈতিক আবহ সেই সময় পঞ্জাব যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 3:17 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে পঞ্জাব যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 21 ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন পঞ্জাব যাচ্ছেন তিনি। প্রত্যেক বছর ভাষা দিবসে দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ভাষা শহিদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার লোকসভা নির্বাচনের আগে এই ভাষা দিবসের দিনটিকে কেন পঞ্জাব সফরের জন্য বেছে নিলেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই পঞ্জাবের আপ একলা লড়াইয়ের কথা জানিয়ে দিয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সে কথাই জানিয়েছেন। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় ক্ষেত্রে এখনও ইন্ডিয়া জোটের সঙ্গ না-ছাড়লেও, পশ্চিমবঙ্গে একলা লড়াইয়ের কথাই বলেছেন তিনিও। এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও জোটের সম্ভাবনা নেই আপাতত। দুই রাজ্যের রাজনৈতিক আবহ যখন এরকম সেই সময় পঞ্জাব যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ যার জেরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি লোকসভা নির্বাচনের আগে নতুন কোনও সমীকরণের সূচনা হতে চলেছে এর মাধ্যমে ? এখনও পর্যন্ত যা খবর তাতে 21 তারিখ অমৃতসর পৌঁছনোর পর স্বর্ণমন্দিরেও যাবেন তিনি। আনুষ্ঠানিকভাবে এখনও সম্পূর্ণ সফরসূচি না-দিলেও যতদূর জানা যাচ্ছে দু-তিন দিনের এই সফর হতে পারে মমতার।

এখনও পর্যন্ত যে সফরসূচি পাওয়া গিয়েছে, তাতে 21 ফেব্রুয়ারি দুটি কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সেগুলি শেষ করে বিকেলের বিমানে অমৃতসর যাবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ওইদিন বিকেলেই তিনি স্বর্ণমন্দিরেও যাবেন। পরের দিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী-সহ আপ নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। জানা যাচ্ছে, এই সফরে তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন একই সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। লোকসভা নির্বাচনে একদিকে যখন বিজেপির এনডিএ এবং কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের লড়াই হচ্ছে।

বিশেষ করে ইন্ডিয়া জোটের শরিক দল হয়েও আঞ্চলিক পার্টিগুলিকে নিয়ে কংগ্রেসের মনোভাবে অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি। আর সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্জাব সফর এবং আপ নেতৃত্বের সঙ্গে বৈঠক যদি ফলপ্রসূ হয় তাহলে এর প্রভাব জাতীয় ক্ষেত্রেও পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল আর সেই জায়গা থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পঞ্জাব সফর।

আরও পড়ুন

‘মহান কৃষক নেতা’কে ভারতরত্ন দিলেও কৃষকদের উপর অবিচার মোদি সরকারের, অভিযোগ কংগ্রেসের

'বাংলা এখন বর্গিদের দেশ', সন্দেশখালিকাণ্ডে শাসকদলকে কটাক্ষ অধীরের

ABOUT THE AUTHOR

...view details