কলকাতা, 2 ফেব্রুয়ারি: রাজ্যের বকেয়া মেটানোর জন্য কেন্দ্রকে 7 দিনের সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে কেন্দ্রের কাছ থেকে কোনও সদুত্তর পাননি ৷ আর তার পরেই ধরনায় বসার কথা ঘোষণা করেন তিনি ৷ শুক্রবার থেকে 48 ঘণ্টার ধরনা কর্মসূচিতে রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থানে বসছেন মমতা ৷
তাঁর এই অবস্থান 100 দিনের কাজের কেন্দ্রীয় বঞ্চনা ও বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা না দেওয়ার অভিযোগকে সামনে রেখেই ৷ আজ বেলা 1টা থেকে 48 ঘণ্টা চলবে মমতার ধরনা কর্মসূচি ৷ যেখানে ধরনার শেষদিন শনিবার, একশোদিনের কাজের বঞ্চিত শ্রমিক ও আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করবেন তিনি ৷ বিভিন্ন জেলা থেকে মানুষজনকে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস ৷
তবে তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী আটচল্লিশ ঘণ্টা ধরনায় বসবেন ৷ কিন্তু, তার পরেও এই কর্মসূচি চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তরফ থেকে এই ধরনের কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়া হবে ৷ প্রয়োজনে জেলায় জেলায় এই কর্মসূচিকে ছড়িয়ে দেওয়া হবে বলে ঠিক করেছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব ৷
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই জানিয়েছিলেন, আজ অর্থাৎ শুক্রবার থেকে 100 দিনের প্রকল্পে বঞ্চিত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘর পায়নি, তাঁদের হয়ে 48 ঘণ্টার ধরনায় বসবেন তিনি ৷ তারপর তৃণমূলের শাখা সংগঠনের তরফে এই ধরনা লাগাতার চালিয়ে যাওয়া হবে ৷ একইসঙ্গে জেলার নেতাদের তিনি নির্দেশ দিয়েছেন, নিজেদের এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য ৷
সামনেই লোকসভা ভোট ৷ হাতে মাত্রা কয়েকমাসের সময় ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চাপ তৈরির নানান কৌশল নেওয়া শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে তাঁর বড় হাতিয়ার প্রায় গত 2 বছর ধরে বকেয়া থাকা একশোদিনের টাকা, আবাস ও গ্রাম সড়ক যোজনার বকেয়া টাকা ৷ যা নিয়ে দীর্ঘসময় ধরে কেন্দ্রের শাসকদলের সঙ্গে টানাপোড়েন লেগে রয়েছে তৃণমূলের ৷
উল্লেখ্য, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ তা সে, একশোদিনের হোক বা আবাস যোজনা, এমনকি মিড-ডে মিলের টাকার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে ৷ এই ইস্যুতে রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা একাধিকবার বলেছেন, কেন্দ্রের তরফে আগের দেওয়া টাকার সব হিসেব দিতে হবে রাজ্য সরকারকে ৷ তারপরেই বকেয়া টাকা পাবে রাজ্য সরকার ৷
আরও পড়ুন:
- ধরনায় বসছেন মমতা, গান্ধিমূর্তির পাদদেশ থেকে চাকরিপ্রার্থীদের সরতে নির্দেশ
- রাজ্য বাজেট মিটতেই দিল্লিতে মমতা, কার কার সঙ্গে দেখা হবে নেত্রীর?
- 'চোর হলে তাদের তাড়িয়ে দিন, তৃণমূলকে চোর বলবেন না'; দলীয় কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রী