পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

পা ধরে ক্ষমা না চাইলে দলে জায়গা নেই! বিধায়ক ঊষারানিকে কড়া বার্তা মমতার - Lok Sabha Election 2024

CM Mamata Banerjee hits at Minakhan MLA: বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল ৷ বসিরহাটের জনসভা থেকে তাঁর সঙ্গে দলের সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা বললেন মমতা ৷

CM Mamata Banerjee Hits At Usha Rani Mondal
বসিরহাটের জনসভায় মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 10:59 PM IST

হাড়োয়া, 25 মে: "আপনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷" বসিরহাটের জনসভা থেকে দলের বিধায়ক ঊষারানি মণ্ডলকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির সঙ্গে মিনাখাঁর এই বিধায়ক যোগাযোগ রাখছেন বলে অভিযোগ করেন তিনি ৷ সেই অভিযোগে একের পর এক আক্রমণ করলেন মমতা ৷ তিনি বলেন, "তৃণমূলের বিধায়ক থাকবেন কিন্তু মিটিংয়ে আসবেন না, তা চলবে না। আপনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । আপনাকে নিয়ে দল চলবে না । ব্লক ও স্থানীয় নেতারা দেখে নেবেন। বিজেপির সঙ্গে যারা আঁতাত করে চলে তাদের আমরা মানিনা ।"

এখানেই শেষ নয় ৷ মমতা স্পষ্ট জানান, তাঁর কাছে ক্ষমা না চাইলে ঊষারানির সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ তিনি বলেন, "যতক্ষণ না পর্যন্ত পা ধরে ক্ষমা চাইবেন, ততক্ষণ ঊষারানি মণ্ডলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই । আপনাদের মতো লোক চাই না । আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেঁচে দেবেন? এটা আমি মানব না ।"

আরও পড়ুন:দল আসল, ব্যক্তি নয়; তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার

উল্লেখ্য, 2011 সাল থেকে উত্তর 24 পরগনার মিনাখাঁ কেন্দ্র থেকে বিধায়ক ঊষারানি মণ্ডল ৷ তবে বেশকিছু দিন ধরে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর ৷ অভিযোগ, বিজেপির সঙ্গে তিনি এবং তাঁর স্বামী ক্রমশ যোগাযোগ রেখে চলেছেন ৷ এদিন বসিরহাটের জনসভাতেও অনুপস্থিত ছিলেন বিধায়ক ৷ বিষয়টা নজরে আসতেই দলের সুপ্রিমোর রোষের মুখে পড়েন ঊষারানি ৷

আরও পড়ুন:চারদিন ছুটি বাতিল, রেমাল-মোকাবিলায় কন্ট্রোল রুম কর্পোরেশনের

শনিবার হাড়োয়ার সার্কাস ময়দানে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় দু'ঘন্টা পর শুরু হয় সেই সভা ৷ সভার শুরুতে তাঁর দেরি হওয়ার কারণ উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করেন মমতা ৷ তিনি বলেন, "বিজেপির লোকেরা যদি টাকা দিতে আসে তাহলে টাকা নিয়ে নেবেন । কিন্তু ভোটটা দেবেন না ওদের । একটা ভোটও যেন না পায় ওরা । লক্ষ লক্ষ টাকা নিয়ে ধরা পড়ছে । প‍্যাকেটে করে টাকা নিয়ে যাচ্ছে । টাকা দিয়ে ভোট কিনতে চায়ছে বিজেপি । ভাবছে সবাইকে টাকা দিয়ে কিনে নেবে। সেটা হবেনা ।" এরপরই সভামঞ্চে মিনাখাঁর বিধায়ককে দেখতে না পেয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন:'বার বার দল বদলেছেন আর বিয়ে করেছেন', বুথ পরিদর্শনে গিয়ে প্রাক্তন স্বামীকে বিঁধলেন সুজাতা

অন‍্যদিকে, তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে বিধায়কের স্বামী তথা তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, "দিদিকে ভুল বোঝানো হয়েছে । প্রথমে দিদি ঊষারানি মণ্ডলের নাম নিয়েছিলেন । কিন্তু পরে স্টেজে আব্দুল খালেকের মতো নেতারা ভুল বুঝিয়েছেন দিদিকে। এর আগে মন্ত্রী সুজিত বসু ও প্রার্থী হাজি নুরুল ইসলামের সামনে আমাদেরকে অপমান করা হয়েছে । আব্দুল খালেক নিকৃষ্ট মানের নেতা।" সেই সঙ্গে তিনি বলেন, "ফের দিদির সভায় অপমানিত হওয়ার আশঙ্কা থেকেই আমরা হাড়োয়ায় যাইনি । দিদি বললে ক্ষমা চেয়ে নেব । কিন্তু অন‍্য কারও কাছে নয় ।"

ABOUT THE AUTHOR

...view details