ময়নাগুড়ি, 16 এপ্রিল:দু'দিন বাদেই প্রথাম দফার ভোট দেশজুড়ে ৷ উত্তরবঙ্গের তিন কেন্দ্র- জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের নির্বাচনও ওইদিনই ৷ তার আগে কার্যত মঙ্গলবার শেষ পর্বের ভোট প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে জোরাল হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে, বিজেপি তাঁকে অপমান করেছে বলে ফের একবার অভিযোগ করলেন মমতা ৷ এদিন নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "চালসায় আমার গাড়ি দেখে বলছে চোর চোর ! আমি দোকান থেকে চা খেলেও পয়সা দিয়ে খাই ৷ সরকার থেকে কোনও বেতন-ভাতা নিই না ৷ আমি সরকারি গাড়ি চড়ি না ৷ এত বড় সাহস আমার গাড়ি দেখে বলছে চোর !" এরপরই হুঙ্কার শোনা গিয়েছে মমতার গলায় ৷ তিনি বলেন, "নির্বাচন না থাকলে জিভ টেনে ছিঁড়ে দিতাম ৷ এটা অবশ্য আমি করব না ৷ এটা মোদি বলেন ৷ বেছে বেছে প্রতিশোধ নেওয়ার কথা ওরা বলে ৷"
অন্যদিকে, জলপাইগুড়িতে ঝড়ের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কমিশন সরকারকে কিছু করতে না দিলেও ভোটের পরই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মমতা ৷ তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে রাজ্যে 11 লক্ষ বাড়ি তৈরি করে দেবে প্রশাসন ৷ এদিন মমতা বলেন, "নির্বাচন চলছে তাই অনেক কিছু আমরা চাইলেও করতে পারি না ৷ ভোট না থাকলে আমার এক সেকেন্ডের ব্যাপার ছিল ৷ বিজেপির কমিশন বসে আছে তাই আমরা কিছু করতে পারছি না ৷"
এরপরই প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "দুর্যোগে যাদের বাড়ি ভেঙেছে তারা সকলেই বাংলার বাড়ির টাকা পাবেন ৷ ডিসেম্বরের আগেই 11 লক্ষ বাড়ির টাকা দেব ৷ সেই টাকা আপনারা আগে পাবেন ৷" বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন মমতা আরও বলেন, "আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন আর বিজেপি আমাদের টাকা বন্ধ করে দিচ্ছে ৷ 100 দিনের কাজ, রাস্তা, বাড়ির সব টাকা বন্ধ করে দিয়েছে ৷ বিজেপির নেতারা দিল্লিতে গিয়ে বলছে বাংলার টাকা বন্ধ করে দাও ৷ যারা বিজেপিতে গিয়েছেন তারা সিবিআই, ইডি, এনআইএ-এর ভয়ে বিজেপিতে যাচ্ছে ৷" প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার দেখা করেছি ৷ তিনি বলেছিলেন, আমার সরকার তোমার সরকারের সঙ্গে বসে এটা কথা বলে মিটিয়ে নেবে ৷ তারপর দলের নেতাদের শিখিয়ে দিলেন চোর চোর বলো ৷ নোটবন্দি করে, পিএম কেয়ার ফান্ড কালো টাকার নাম করে টাকা লুঠ করেছে কারা ? সব থেকে বড়ো চোর বিজেপি ৷ ইডি-সিবিআই-বিজেপি ভাই ভাই ৷ ভোটে বিজেপিকে আপনারা বন্ধ করে দিন ৷"
রাজ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার নিয়েও কটাক্ষ করেছেন মমতা ৷ তিনি বলেন, "সারা বছর দেখা যায় না ৷ ভোটের সময় ভোট পাখিরা উড়ে আসে ৷ প্রধানমন্ত্রী আসছেন ৷ বিজেপি পকেটমার, লুঠেরাদের দল ৷ দেশকে নরেন্দ্র মোদি-অমিত শাহের হাত থেকে বাঁচাও ৷ আর বিজেপি সরকার কিসের জন্য দরকার ৷"
আরও পড়ুন:
- জাজপুরের দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মমতার, ঘটনাস্থলে যাচ্ছেন সুজিত বসু
- অভিষেকের বিরুদ্ধে 'হেরো' প্রার্থী অভিজিতকে টিকিট দিল বিজেপি