কলকাতা, 11 ফেব্রুয়ারি: আনুষ্ঠানিক ঘোষণা না হলেও লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিও । তারা 42টি লোকসভা আসনের বুথ ও ব্লক স্তর থেকে লোকসভা স্তর পর্যন্ত চেকলিস্ট তৈরি করে ফেলেছে । গত সাত ও আট ফেব্রুয়ারি আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক ছিল । সেই বৈঠকে এই চেকলিস্ট তৈরি করা হয়েছে । বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সিপিএমের অবস্থান কী রয়েছে তার ভিত্তিতে তৈরি হয়েছে চেকলিস্ট ।
ইটিভি ভারতকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "অবশ্যই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । কোথায় কী অবস্থান রয়েছে, তার ভিত্তিতে আমাদের চেকলিস্ট তৈরি করা হয়েছে । এ বার প্রচার কর্মসূচির পরিকল্পনা করা হবে । এই প্রচারে কী থাকবে, কী রাখা হবে, কোন এলাকায় কোন বিষয়গুলি মানুষের সামনে নিয়ে আসা হবে তার কাজ চলছে ।"
গত জানুয়ারির 7 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতৃত্বের বিশাল সমাবেশ হয় । যার পোশাকি নাম ছিল 'যৌবনের ডাকে জনতার ব্রিগেড'। সেখানে বহু মানুষের সমাগম হয় । সিপিএমের দাবি, শুধু দলীয় কর্মী সমর্থক নয়, সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার ছাত্র, যুব এবং সাধারণ খেটে খাওয়া মানুষ উপস্থিত হয়েছিলেন সেই ব্রিগেডে । যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন ৷ তাঁদেরও এ বার সংগঠিত করে সামগ্রিকভাবে নির্বাচনী কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট ।
মহাম্মদ সেলিম বলেন, "বুথ, ব্লক, বিধানসভা, সংসদীয় এলাকা, এমনকি কার্যসমিতির অ্যাসেসমেন্ট চলছে । যাঁরা ভোটের প্রচার করবেন তাঁদের কর্মশালা শিবির করার প্রস্তুতি চলছে । পত্রপত্রিকা, লিফলেট, বই ইত্যাদি তৈরি করা হচ্ছে প্রচার করার জন্য । বক্তাদের তালিকাও তৈরি করা হচ্ছে । ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে যে, কোথায় আমাদের দুর্বলতা রয়েছে ৷ সেই জায়গাগুলোকে শক্ত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে । নতুন অংশে যে ছেলেমেয়েরা এসেছেন এবং খেটে খাওয়া মানুষরা এসেছেন তাঁদের আমাদের আন্দোলন সংগ্রামে যুক্ত করার জন্য নির্বাচনী সংগ্রামে সামিল করার নির্দেশ দেওয়া হয়েছে ।"
আরও পড়ুন:
- তৃণমূলে নমনীয় জয়রাম রমেশকে 'মধ্যপদলোভী' বলে কটাক্ষ সেলিমের
- ‘রামরাজ্য’ প্রসঙ্গে রাজ্যপাল ও তৃণমূলকে একযোগে আক্রমণ সেলিমের
- বাবরি ধ্বংসের পর জ্যোতি বসুর সরকারকে সহযোগিতার বার্তা দেওয়া নিয়ে মমতার দাবি খারিজ সেলিমের