পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

রাজ্যে আধার কার্ড বাতিল করছে কেন্দ্র! অভিযোগ জানাতে পোর্টাল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর - আধার কার্ড বাতিল

Mamata Banerjee in Suri: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মানুষের আধার কার্ড বাতিলের অভিযোগ তুললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এ সংক্রান্ত অভিযোগ জানাতে পোর্টাল খোলার নির্দেশ দিলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 3:29 PM IST

Updated : Feb 18, 2024, 4:53 PM IST

আধার কার্ড বাতিলের অভিযোগে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সিউড়ি, 18 ফেব্রুয়ারি: কেন্দ্রের বিরুদ্ধে নয়া অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, রাজ্যের একাধিক জেলায় আধার কার্ড হচ্ছে ৷ আর এমনটা হলে, অভিযোগ জানাতে পোর্টাল খোলার নির্দেশ দিলেন মমতা ৷ সঙ্গে তাঁর ঘোষণা, "কেন্দ্র আধার বাতিল করলে সরকারি কোনও পরিষেবা থেকে কেউ বঞ্চিত হবে না ৷" এদিন, বীরভূমের সিউড়িতে প্রশাসনিক সভা থেকে আধার কার্ড বাতিল প্রক্রিয়া-সহ সিএএ ও ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷

অনুব্রতহীন বীরভূমের সিউড়ির চাঁদমারি মাঠে রবিবার প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি সুবিধা প্রদান করেন তিনি ৷ সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক জনবিরোধী সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুললেন মমতা ৷ উল্লেখ্য অভিযোগ উঠেছে, রাজ্যের বেশ কিছু জায়গায় অনেকের আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার চিঠি আসছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে এ দিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা ৷

তিনি বলেন, "সাবধান, আধার কার্ডের লিংক কেটে দেওয়া হচ্ছে ৷ জামালপুর, বীরভূম, দিনাজপুর থেকে অভিযোগ আসছে ৷ আমি বলছি মঞ্চে চিফ সেক্রেটারি আছেন, আধার কার্ড না-থাকলে, বা বাতিল হলেও কোনও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না ৷ আমরা সব স্কিম চালিয়ে যাব ৷ ওরা (কেন্দ্রীয় সরকার) যা খুশি শুরু করেছে ৷ থোঁতা মুখ ভোঁতা করে দেব ৷ লজ্জা করে না ৷ ইলেকশনের নামে আধার বাতিল ৷ বাংলার একটা স্কিমকেও আধারের সঙ্গে যুক্ত হতে দেব না ৷ যারই আধার কার্ড বাতিল হবে অভিযোগ করুন, আমরা যা অ্যাকশন নেওয়ার নেব ৷"

এরপরেই মুখ্যসচিবকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, আধার কার্ড যাদের বাতিল হয়ে যাচ্ছে, তাদের অভিযোগ নেওয়ার জন্য একটি অনলাইন পোর্টাল খোলা হোক ৷ এক্ষেত্রে আধার লিংক না-থাকলে বেসরকারি বা রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলি পরিষেবা নাও দিতে পারে ৷ সেই সমস্যার পথও বাতলে দেন মমতা ৷ তিনি জানিয়েছেন, প্রয়োজনের রাজ্যের সমবায় ব্যাংকগুলির সাহায্যে সরকারি পরিষেবা দেওয়া হবে ৷ একই সঙ্গে সিএএ, এনআরসি ও ইউনিফর্ম সিভিল কোড চালু করার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. বীরভূম সফরে মমতা, ফের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা
  2. সন্দেশখালির পালটা চোপড়া-শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের শাস্তি দাবি মমতার
  3. দিদির মুখোমুখি দিদি, এবার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নিতে পারেন মমতা !
Last Updated : Feb 18, 2024, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details