সন্দেশখালি, 8 মার্চ:শেখ শাহজাহানের ফোনের কললিস্টে তাঁর ঘনিষ্ঠ আবু হোসেন মোল্লার নাম ! এ বার সেই কললিস্টের তথ্য পেতে ফোনের খোঁজে শাহজাহান ঘনিষ্ঠ ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে গেল সিবিআই । শুক্রবার দুপুরের দিকে সিবিআইয়ের একটি টিম হানা দেয় সন্দেশখালির ডুগরিপাড়া গ্রামে । এখানেই বাড়ি আবু হোসেন মোল্লার । যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে পৌঁছে শাহজাহান ঘনিষ্ঠ ওই ব্যক্তির হদিশ পায়নি । মেলেনি তাঁর ফোনটিও । তবে, বাড়ির বিভিন্ন জিনিসপত্র এবং বিছানা উলটে পালটে দেখা হয় । বাড়ির এক সদস্য বলেন, "কেন সিবিআইয়ের তদন্তকারী দল এখানে এসেছে তা কিছুই বুঝতে পারছি না । দেখে মনে হল, কিছু একটা খুঁজছেন সিবিআইয়ের সদস্যরা । কিন্তু, কী খুঁজছেন সেটা বলতে পারব না ।"
সূত্রের খবর,গত 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর যে হামলা হয়েছিল, তা তৃণমূল নেতা শেখ শাহজাহানের মস্তিষ্কপ্রসূত তা একপ্রকার নিশ্চিত সিবিআইয়ের আধিকারিকরা । কারণ, ঘটনার সময় তিন মিনিটে একাধিক ব্যক্তিকে ফোন করেছিলেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শাহজাহান । ইতিমধ্যে সেই কললিস্টের তথ্যও এসেছে সিবিআইয়ের হাতে ।
আরও খবর, ওই তিন মিনিটে শাহজাহান যাঁদেরকে ফোন করেছিলেন, তার মধ্যে ডুগরিপাড়া গ্রামের বাসিন্দা আবু হোসেন মোল্লাও রয়েছেন । তিনি শাহজাহানকে 'ভাই' বলে ডাকতেন । শুধু তিনি নন ! সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতও রয়েছেন এই তালিকায় । ঘটনার পর এই দু'জনের সঙ্গে প্রায় দেড় মিনিট কথা হয় শেখ শাহজাহানের । এমনই খবর ইডি সূত্রে । সেই কললিস্ট ঘেঁটে তথ্য পেতে এ বার তদন্তে নেমেছে সিবিআই ।
প্রথমেই কেন্দ্রীয় তদন্তকারী দল পৌঁছে যান ডুগরিপাড়া গ্রামে আবু হোসেন মোল্লার বাড়িতে । যদিও বাড়ির মালিক দুরন্ত আলি মোল্লা । যিনি সম্পর্কে আবু হোসেনের বাবা হন । সিবিআই পৌঁছতেই এ দিন কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়িটি ঘিরে ফেলে । এরপর শুরু হয় তল্লাশি অভিযান । এই বিষয়ে বাড়ির মহিলাদের জিজ্ঞাসাবাদ করা হয় । ডেকে বাড়ির ছাদে নিয়ে আসা হয় আবু হোসেন মোল্লার ছেলেকেও । সেখানে ওই কিশোরের সঙ্গে একান্তে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা । তবে, তদন্তে কী তথ্য উঠে এল তা এখনও স্পষ্ট নয় ৷