মেদিনীপুর, 18 এপ্রিল: কোতোয়ালি থানায় ঢুকে বুধবার কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দেওয়া ৷ সঙ্গে দুর্ব্যবহার, থানার গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল-সহ 16 জন বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে মেদিনীপুর কেন্দ্রে ৷ রাজ্য পুলিশ জঙ্গলরাজ কায়েম করতে চাইছে, পালটা অভিযোগ বিজেপির ।
এবার খোদ বিজেপি প্রার্থীর নামেই অভিযোগ হল কোতোয়ালি থানায় ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা-সহ দলের কর্মী-সমর্থকরা। মূলত কোচবিহারে মুখ্যমন্ত্রী রামনবমীতে হিন্দুরা হিংসা ছড়ানোর চেষ্টা করে বলে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রেক্ষিতেই এই অভিযোগ করতে গিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ, থানায় সেই সময় আইসি ছিলেন না ৷ পাশাপাশি যে ডিউটি অফিসার ছিলেন তিনি অভিযোগ নিলেও কোনও কপি দিতে চাননি ৷ যার প্রেক্ষিতে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করে রিসিভ কপি দেওয়ার আবেদন করেন বিজেপি প্রার্থী ৷ শেষ পর্যন্ত তা না-হওয়ায় তিনি থানা থেকে বেরিয়ে আসেন ৷ অভিযোগ, বিজেপি প্রার্থী থানার বাইরের গেটে তালা লাগিয়ে তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন। আধঘণ্টা সেই অবস্থান চলার পরেই কোতোয়ালি থানার আইসি অমিত কুমার সিনহা মহাপাত্র আসেন। ঘটনাস্থলে এসে একপ্রকার বিতর্কে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। যদিও সেই ঘটনায় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ রিসিভ হওয়ার পরই থানার গেটের তালা খুলে দেন বিজেপি প্রার্থী ৷ ঘটনার পরেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কোতোয়ালি থানা। সেই অভিযোগপত্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, বিজেপি মুখপাত্র অরূপ দাস, সহ-সভাপতি শংকর গুছাইত-সহ প্রায় 16 জনের নামে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷