বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নেমে পড়লেন দেওয়াল লিখনে দুর্গাপুর, 27 ফেব্রুয়ারি: লোকসভার দিনক্ষণ ঠিক না হলেও বিজেপির দেওয়াল লিখন শুরু করে দিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া মঙ্গলবার থেকে শুরু করলেন দেওয়াল লিখন । নিজের হাতে আঁকলেন বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল । লিখলেন, ‘আব কি বার 400 পার’ ও ‘ফির একবার মোদি সরকার’ স্লোগান দু’টি ৷
যদিও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণাও হয়নি এখনও । কিন্তু তার আগেই প্রচারে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা । বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া বলেন, ‘‘নরেন্দ্র মোদি স্লোগান তুলেছিলেন সবকা বিকাশ, সবকা বিশ্বাস । নরেন্দ্র মোদি এই দেশকে এক শক্ত ভিতর উপর দাঁড় করিয়েছেন । গোটা বিশ্ব এখন ভারত শক্তিকে ভয় পায় । তাই এবার আবারও কেন্দ্রে মোদি সরকার প্রতিষ্ঠা হওয়া শুধু সময়ের অপেক্ষা ।’’
রাজ্যের বিভিন্ন জেলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু হয়েছে । এবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও সেই একই স্ট্রাটেজি নেওয়া হল । যদিও ইতিমধ্যেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার জায়গায় গেরুয়া শিবিরের একাংশ অগ্নিমিত্রা পালের নাম প্রস্তাব করেছেন বলে সূত্রের খবর ।
কিন্তু দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ এসএস আলুওয়ালিয়া যেভাবে 2019 সালের লোকসভা নির্বাচনে মাত্র 18 দিন প্রচারের সুযোগ পেয়ে যেভাবে বাজিমাত করেছিলেন, তাতে ভারতীয় জনতা পার্টির হাইকমান্ড যে তাঁর উপর আবার ভরসা রাখতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন:
- 'সাংসদ আলুওয়ালিয়া নিখোঁজ', বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে 'লড়াকু' অগ্নিমিত্রাকে প্রার্থী চাইছে বিজেপির একাংশ
- সন্দেশখালি তৃণমূল সরকারের কবরস্থান হবে, দাবি বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার
- খালিস্তানি মন্তব্য তৃণমূলের স্ক্রিপটেড, মমতার সমালোচনায় সরব বিজেপি সাংসদ আলুওয়ালিয়া