বাগদা, 8 জুলাই: লোকসভা নির্বাচনের আগে বাগদার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিজেপির বিশ্বজিৎ দাস ৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি ৷ যদিও বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে হেরে যান বিশ্বজিৎ ৷ তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় সেই আসনে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন ৷ আগামী 10 জুলাই হবে নির্বাচন ৷ এই মুহূর্তে সেদিকেই নজর সকলের ৷
উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী এবার আর বিশ্বজিৎ দাস নন ৷ বাগদা বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের তুরুপের তাস ঠাকুরবাড়ির কনিষ্ঠ কন্যা মধুপর্ণা ৷ কপিলকৃষ্ণ ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের ছোট মেয়ে ৷ বিজেপি প্রার্থী চিকিৎসক বিনয়কৃষ্ণ বিশ্বাস ৷ লোকসভা নির্বাচনে জোটে লড়াই করলেও উপনির্বাচনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করছে বাম ও কংগ্রেস । সেখানে ফরওয়ার্ড ব্লকের হয়ে প্রার্থী হয়েছেন গৌড় বিশ্বাস । কংগ্রেস এখানে প্রার্থী করেছে অশোক হালদারকে । আবার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর উপর অনাস্থা দেখিয়ে নির্দল প্রার্থী হয়েছেন বিক্ষুব্ধ নেতা সত্যজিৎ মজুমদার । ওয়াকিবহাল মহলের দাবি, নির্বাচনে এই নির্দল প্রার্থী বিজেপির প্রধান কাঁটা হয়ে দাঁড়াবে কি না, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷
লোকসভা নির্বাচনে জোর লড়াই দিয়েও আসনটি দখল করতে পারেনি তৃণমূল কংগ্রেস । তাই উপনির্বাচনে বাগদা বিধানসভার ভোট দলের কাছে 'প্রেস্টিজ ফাইট' । বাগদার বিভিন্ন এলাকায় চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার । 2011 সালের পালা বদলের পর দু'বার এখানে সহজ জয় পেলেও তথ্য বলছে 2016 সালের বিধানসভা ভোট থেকে এবারের লোকসভা ভোট পর্যন্ত তৃণমূলের বারবার হার হয়েছে এই বাগদায় । প্রথমে তৃণমূলত্যাগী নেতা দুলাল বর, পরে তৃণমূল ছেড়ে গিয়ে বিশ্বজিৎ দাসকে এখান থেকে বিজেপির টিকিটে জিততে দেখা গিয়েছে ।
2016 সালে এই আসনে বিজেপি জিতেছিল 1 লক্ষ 22 হাজার 36 ভোটে। 2021 সালে বিজেপির জয়ের ব্যবধান ছিল 9 হাজার 792 । তবে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে এই আসনে তৃণমূলের থেকে 20 হাজার 614 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি ৷ উপনির্বাচনে সেই ব্যবধান টপকে জয়ের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস । লোকসভা নির্বাচনে জিতলেও উপনির্বাচনে এখানে বিজেপি বড় স্বস্তিতে রয়েছে তেমনটা নয় । স্থানীয় রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে এবারের ভোটে বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নির্দল । স্থানীয়দের দাবি ছিল 'ভূমিপুত্র' সত্যজিৎ মজুমদারকে প্রার্থী করা হোক । তবে দল তাঁকে টিকিট না-দেওয়ায় নির্দল হিসেবেই নির্বাচনে লড়াই করছেন তিনি । এমনকি উপনির্বাচনে তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি নেতাদের একাংশের উপস্থিতিও চোখে পড়েছিল । যদিও গেরুয়া শিবির সেসবে আমল দিতে নারাজ ।