জলপাইগুড়ি, 2 মার্চ: মার্চের শুরুতেই টানা দু’দিন বাংলায় থেকে দু’টি জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আবারও আগামী 6 মার্চ তিনি ফের বঙ্গ সফরে আসছেন ৷ দক্ষিণবঙ্গে গেরুয়া শিবিরকে চাঙ্গা করার পর এবার তিনি উত্তরবঙ্গেও যাবেন বলে খবর ৷ শনিবার জলপাইগুড়ি জেলা বিজেপির তরফে তেমনই জানানো হয়েছে ৷
এ দিন জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপির জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী 9 থেকে 11 মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর প্রকাশ্য জনসভা হতে চলেছে জলপাইগুড়ি ও শিলিগুড়ির মাঝামাঝি জায়গায় । আজ (শনিবার) ও আগামিকালের (রবিবার) মধ্যেই সভাস্থল চিহ্নিত করা হবে । তবে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মধ্যেই নরেন্দ্র মোদির সভা করার চেষ্টা করা হচ্ছে ।
বাপী গোস্বামী বলেন, ‘‘আমাদের কেন্দ্রীয় সরকারের যত প্রকল্পে যত মানুষ লাভবান হয়েছেন, তাঁদের নিয়ে সম্মেলন হবে । আমরা হিন্দি-বাংলা-নেপালি ভাষায় কেন্দ্রীয় প্রকল্পের ও লোকসভার সাংসদের হাত ধরে যত প্রকল্প হয়েছে, তা পুস্তিকা আকারে নিয়ে বাড়ি বাড়ি যাব । সামনে লোকসভা নির্বাচন ৷ তাই সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো তুলে ধরা হবে ।’’
তিনি আরও বলেন, ‘‘যত কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার বঞ্চিত করেছে । আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো প্রকল্পগুলোকে কার্যকর করতে দেয়নি । 100 দিনের টাকা কেন সাধারণ মানুষ পাচ্ছেন না, তা আমরা প্রকাশ্যে আনব । ভুয়ো জব কার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল, তা প্রকাশ্যে আনব । আমরা আশাবাদী এবারও তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জিতব ।’’
অন্যদিকে বিজেপি বিধায়ক সৌমেন রায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন বলে নানা মহলে জল্পনা ছড়িয়েছে । এই প্রসঙ্গে বাপী গোস্বামী জানান, দলবদলু বিধায়ককে নিয়ে তাঁরা ভাবিত নন । তাঁদের জলপাইগুড়িতে কোনও স্থান নেই । যখন 2021 সালে বিজেপি ক্ষমতায় আসতে পারল না, সেই সময় বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন সৌমেন রায় । যখন বিজেপি কর্মীরা মার খাচ্ছে, বাড়ি ছাড়া ঠিক তখন সৌমেন রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । খারাপ সময়ে তিনি বিজেপির সঙ্গে থাকলেন না । আবার বিজেপিতে যোগ দিলেন ।
বাপী গোস্বামী বলেন, ‘‘তাঁকে নিয়ে আমরা চিন্তিত না । ভাবিত নই । তিনি আমার জেলায় বিধায়ক নন । দলবদলু নেতাদের জলপাইগুড়িতে কোনও স্থান নেই । আমার জেলার লোক নন । দুর্দিনের সময় তিনি দিদিভাই-এর কোলে গিয়ে বসেছিলেন ৷’’
আরও পড়ুন:
- মোদির টার্গেট 42, মতুয়াগড়ে সিএএ নিয়ে চুপ প্রধানমন্ত্রী
- 'স্বাধীনতার পর থেকে বঙ্গে উন্নয়ন হয়নি', কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী
- 'যে বাচ্চা জন্মায়নি তার নামেও জবকার্ড', 100 দিনের কাজে তৃণমূলকে বিঁধলেন মোদি