পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মিথ্যে ভিডিয়ো বানানোর সঙ্গে জড়িতদের গ্রেফতারির দাবি বিজেপির, সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ - BJP Protest in Sandeshkhali - BJP PROTEST IN SANDESHKHALI

BJP Protest in Sandeshkhali: সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার ৷ ভুয়ো ভিডিয়ো বানিয়ে সন্দেশখালির মহিলাদের আন্দোলনের অপমানের অভিযোগ তোলা হয়েছে ৷ এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মহিলাদের ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে ৷

ETV BHARAT
সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 8:48 PM IST

Updated : May 12, 2024, 10:52 PM IST

সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার (ইটিভি ভারত)

সন্দেশখালি, 12 মে: তৃণমূলের দিলীপ মল্লিক, রামকৃষ্ণ মাইতিদের গ্রেফতারের দাবিতে এবার সন্দেশখালি থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার ৷ সন্দেশখালির মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে ভুয়ো ভিডিয়ো তৈরি করার অভিযোগে এই বিক্ষোভ দেখানো হয় ৷ বিক্ষোভকারীদের অভিযোগ রাতের অন্ধকারে গ্রামে ঢুকে বিজেপির নেতা কর্মীদের ভয় দেখানো হচ্ছে ৷ এমনকি সিবিআইয়ের মামলায় নির্যাতিতাদের ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে ৷

এদিন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র অভিযোগ করেছেন, শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরাদের অনুপস্থিতিতে তৃণমূলের দিলীপ মণ্ডল মহিলাদের উপর অত্যাচার চালানোর চেষ্টা করছেন ৷ এই ঘটনায় দিলীপ মল্লিকের নেতৃত্বে সৈকত দাস, গোবুর রায় এবং ব্লক সভাপতি রামকৃষ্ণ মাইতি সন্দেশখালির মহিলা এবং বিজেপির অন্যান্য কর্মীদের ভয় দেখাচ্ছেন ৷ আর তারই প্রতিবাদে থানা ঘেরাও করা হয়েছে বলে জানান তিনি ৷ অন্যদিকে, সন্দেশখালির বিধায়ককে হেনস্থা ও তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় রেখা পাত্রের দাবি, তৃণমূলের ওই কর্মী নির্যাতিতা মহিলাদের টাকার বিনিময়ে অভিযোগ তুলে নিতে চাপ দিচ্ছিলেন ৷

এনিয়ে বিজেপি মহিলা মোর্চার এক নেত্রীর অভিযোগ, সন্দেশখালির দু’নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রামকৃষ্ণ মাইতি এবং তাঁর স্ত্রী মিতা মাইতি গ্রামবাসীদের ভয় দেখাচ্ছেন ৷ তাঁর অভিযোগ, মিতা মাইতি এলাকায় রটিয়ে বেড়াচ্ছেন যে, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা মিথ্যে ৷ সেই সঙ্গে বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করার অভিযোগ তুলেছেন তাঁরা ৷

বিজেপি নেতৃত্বের অভিযোগ, শনিবার রাতে সন্দেশখালির গ্রামে ঢুকে যুবমোর্চার এক নেতাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে ৷ যে ঘটনার পর সন্দেশখালি থানার আইসিকে ফোন করা হলে, বিজেপি নেতৃত্বের ফোন তিনি ধরেননি বলে অভিযোগ ৷ পাশাপাশি, সন্দেশখালির আন্দোলনকে ধামাচাপা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আই-প্যাককে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিজেপি মহিলা মোর্চা ৷ শনিবার সৈকত দাস এবং সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আই-প্যাকের লোকজন এলাকায় ঢুকেছিল বলে দাবি করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. অশান্ত সন্দেশখালি, বিধায়কের সামনে তৃণমূল নেতাকে 'মার' বিজেপি'র মহিলা কর্মীদের
  2. রেখা শর্মা-সহ সন্দেশখালির বিজেপি নেতাদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের
  3. কেন এসেছিল এনএসজি, বোমা-বন্দুক কারা রেখেছিল? সন্দেশখালি নিয়ে মোদির কাছে প্রশ্ন অরূপের
Last Updated : May 12, 2024, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details