পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বামগড় জেএনইউতে সন্দেশখালি ইস্যুতে মমতাকে তুলোধোনা শুভেন্দু-সুকান্তর - Sandeshkhali

Suvendu Adhikari and Sukanta Majumdar in JNU: দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি আলোচনায় সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 10:42 AM IST

Updated : Feb 25, 2024, 11:04 AM IST

শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের বক্তব্য

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: বামগড় হিসেবে পরিচিত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার ৷

শনিবার বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ইউনিট আয়োজিত 'পশ্চিমবঙ্গে নারীর প্রতি রাজনৈতিক সহিংসতার বাস্তবতা প্রকাশ করে নীরবতা ভেঙে ফেলা' শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিলেন এই দুই বিজেপি নেতা ৷ সেখান থেকেই তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তাঁরা ।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ইব্রাহিম লোদী মডেলকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন । এরা বাংলাকে ভারত থেকে দূরে রাখতে চাইছে । নারী শক্তি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে । আর বাংলায় দেখুন, সন্দেশখালিতে মহিলারা কীভাবে নির্যাতিত হচ্ছে । আমার বিরুদ্ধেও 40টি মামলা হয়েছে । শাহজাহানের ফাঁসি চাই ৷ যত তাড়াতাড়ি সম্ভব এর তদন্ত হোক ৷

তিনি এদিন আরও জানান, সন্দেশখালিতে পরাধীনতা বিরোধী সংগ্রাম চলছে । জমি দখল এখানে একটি বড় বিষয় । সন্দেশখালিতে সবাই বিজেপির উপর আস্থা রাখছে । এখন সাধারণ মানুষও পতাকা তুলে প্রতিবাদ করছে । মানুষকে নিজের পথ খুঁজে নিতে হবে ।

এদিনের আলোচনায় সুকান্ত মজুমদার বলেন, "রাজনৈতিক নেতা হিসেবে নয় ৷ একজন শিক্ষক ও সর্বোপরি একজন মেয়ের বাবা হয়ে সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানাচ্ছি ৷ আজ যদি এই প্রতিবাদটা না করি তাহলে পরবর্তীকালে আমার মেয়ের কাছে কী জবাবদিহি করব ৷ সবাইকেই এই প্রতিবাদটা করতে হবে ৷ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয় ৷"

আরও পড়ুন :

  1. মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারীরাই সুরক্ষিত নন, সন্দেশখালি নিয়ে মমতাকে তোপ বিজেপি নেত্রীর
  2. অগ্নিগর্ভ সন্দেশখালির পরিস্থিতি, গ্রাউন্ড জিরো থেকে বিশেষ প্রতিবেদন ইটিভি ভারতের
  3. তপ্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার পরিবারকে তাড়া ক্ষুদ্ধ গ্রামবাসীদের
Last Updated : Feb 25, 2024, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details