কলকাতা, 21 জুলাই: তৃণমূলের শহিদ দিবসে এলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ 'ইন্ডিয়া' জোটের শরিক তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশকে সঙ্গে নিয়ে রবিবার শহিদ দিবসের মঞ্চে উঠেছিলেন মমতা ৷ সেখানেই তাঁর বার্তা, কেন্দ্রে বিজেপির সরকার বেশিদিন নয় ৷ মমতার অভিযোগ, টাকার জোরে দল কিনে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ সেইসঙ্গে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তুলেও নরেন্দ্র মোদির সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো ৷
একুশের মঞ্চ থেকে জাতীয় স্তরে এদিন বার্তা দিলেন মমতা ৷ তিনি জানালেন, "অখিলেশকে আমি মুম্বইয়ে বলেছিলাম ৷ ও আমার এককথায় রাজি হয়ে গিয়েছিল আসার জন্য ৷ আপনি আপনার কথা রেখেছেন ৷ আমি বলতে চাই, বাংলার সঙ্গে থেকে দেশে বদল আনার কাজ হবে ৷ আজ অখিলেশ এখানে এসেছে, ওকে দিয়ে সেই যাত্রা শুরু হল ৷ আগামী দিনে বাকিরাও জুড়বে ৷"
এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির ভালো ফলাফল করার জন্য অখিলেশ যাদবকে অভিনন্দনও জানান মমতা ৷ তাঁর কথায়, "আপনাকে অভিনন্দন, উত্তরপ্রদেশে যে খেলা দেখিয়েছেন তার জন্য ৷ আরও সাফল্য আসবে আগামী দিনে ৷ এদের (এনডিএ ও বিজেপি) সরকার গড়ার অধিকার নেই ৷ পদত্যাগ করা উচিত ৷ এই সরকার বেশিদিন স্থায়ী হবে না ৷ যে কোনও দিন ওদের সরকার ভেঙে পড়বে ৷"