পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অনুব্রতর কায়দায় 'হাত কেটে নেওয়ার' হুমকি বীরভূমের তৃণমূল নেতার, সরব অধীর-শুভেন্দু - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Birbhum TMC leader threatens: অনুব্রত মণ্ডলের কায়দায় 'হাত কেটে নেওয়ার' হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল নেতা জটিল মণ্ডল ৷ তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অধীর রঞ্জন চৌধুরী ও শুভেন্দু অধিকারী ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 5:33 PM IST

Updated : Mar 21, 2024, 7:00 PM IST

'হাত কেটে নেওয়ার' হুমকি বীরভূমের তৃণমূল নেতার

ময়ূরেশ্বর, 21 মার্চ: তৃণমূলের বদনাম করলে 'হাত কেটে নেওয়ার' নিদান দিলেন বীরভূমের তৃণমূল নেতা ৷ অনুব্রত মণ্ডলের কায়দায় এমনই হুমকির ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক জুড়ে ৷ যা নিয়ে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য ৷ প্রত্যেকেই ভিডিয়োটি পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ যদিও এই মর্মে জেলা তৃণমূলের কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷

প্রকাশ্য সভা থেকে বিরোধী কর্মীদের 'হাত কেটে' নেওয়ার হুমকি দিচ্ছেন ময়ূরেশ্বর 2 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মণ্ডল । এমনই একটি ভিডিয়ো ফেসবুকে ছড়িয়ে পড়েছে ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ ভিডিয়োতে ওই নেতাকে বলতে শোনা যাচ্ছে, "আমাদের নেত্রীর দেওয়া ভাতা নেবে, সাইকেল নেবে, রেশনের চাল খাবে । আর আমাদের বদনাম করবে, এটা শুনব না । তা হলে হাত কেটে নেওয়া হবে । পঞ্চায়েত থেকে বিধানসভা, সব জায়গায় আমরা আছি । ওরা ঢোল পেটাতেই পারবে না । ওদের বলে দিতে হবে, ভোটের দিনে যেন বাড়ি থেকে না বেরোয় । ভদ্র ভাবে শুনলে ভালো । না হলে ডাঙ পেটা করে পেটাতে হবে । কেন্দ্রীয় বাহিনী ওদের বাপের বন্ধু নয় । ভোট পেরোলেই চলে যাবে । তখন কী হবে ? এখনই ওদের হুমকি দিয়ে দিতে হবে । তাতে থানা-পুলিশ হলে আমরা দেখে নেব । কেস করতেই দেব না ।"

এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য ৷ তারা এই ভিডিয়োটি ফেসবুক, এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ এই নিয়ে সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, "এই হুমকি নতুন কিছু নয় ৷ এটা তৃণমূলের স্বভাব ৷ মানুষকে আগাম ভীত সন্ত্রস্ত করতে এই হুমকি । আমরা চাই নির্বাচন কমিশন ব্যবস্থা নিক । কেন্দ্রীয় বাহিনী দ্রুত আসুক ।"

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "আগে অনুব্রত হুমকি দিত, এখন ওর দলবল দেয় ৷ নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা ৷ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হবে, আমরাও গ্রামে গ্রামে এই ধরনের নেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ।"

আরও পড়ুন:

  1. মলয়ের গাড়িতে কেন দাপিয়ে বেড়াতেন অনুব্রত? ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
  2. 'ইডি-বিজেপি সন্দেশখালিতে আগুন লাগাচ্ছে', কেষ্টগড়ে বললেন মমতা
  3. অনুব্রতর মুক্তি কামনায় 25 কেজি ঘি ও 5 কুইন্টাল বেলকাঠ পুড়িয়ে যজ্ঞ বোলপুরে
Last Updated : Mar 21, 2024, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details