দার্জিলিং, 16 এপ্রিল: বিজেপি প্রার্থীর পাশাপাশি দার্জিলিং লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীও কোটিপতি। নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্য থেকে অন্তত এমনটাই জানা গিয়েছে । দার্জিলিং লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং সম্পত্তির দিক থেকেও কোনও অংশে কম যান না । বিজেপি প্রার্থী তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার মতো না-হলেও তিনিও কোটিপতি। মুনিশ তামাং দিল্লির মোতিলাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। বাবা কেন্দ্রীয় সংস্থার কর্মী । ঠাকুরদা কালিম্পংয়ের ফরেস্ট গার্ড ছিলেন ।
মুনিশ তামাংয়ের সঙ্গে রাজনীতির সরাসরি কোনও যোগ ছিল না। তবে গত 20 বছর ধরে অধ্যাপনার পাশাপাশি গোটা দেশের গোর্খাদের একত্রিত করার জন্য কাজ করে চলা সামাজিক সংগঠন ‘ভারতীয় গোর্খা পরিসঙ্ঘে’র সর্বভারতীয় সভাপতি ছিলেন মুনিশ। চলতি বছরের শুরুতে অশান্ত মণিপুরে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হয়ে কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন মুনিশ ৷ তার পরেই তাঁকে লোকসভার প্রার্থী করে কংগ্রেস।
2024 সালে লোকসভা নির্বাচনে কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী
মুনিশ তামাংয়ের হাতে রয়েছে নগদ এক লক্ষ টাকা
তাঁর স্ত্রীর হাতেও রয়েছে এক লক্ষ টাকা ৷
অস্থাবর সম্পত্তি পরিমাণ :
মুনিশ তামাংয়ের ব্যাঙ্ক, বিমা, 300 গ্রাম সোনা, শেয়ারে বিনিয়োগ-সহ গচ্ছিত সম্পত্তির পরিমাণ এক কোটি 8 লক্ষ 33 হাজার টাকা
স্ত্রীর নামে 20 লক্ষ টাকার সোনার গয়না গচ্ছিত আছে । এছাড়াও 63 লক্ষ 43 হাজার 245 টাকা গচ্ছিত রয়েছে ।
সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ: 2 কোটি 80 লক্ষ টাকা ।
স্থাবর সম্পত্তির পরিমাণ :
মুনিশ তামাংয়ের হাতে কৃষি এবং অ-কৃষি জমি মিলিয়ে 70 লক্ষ টাকার সম্পত্তি আছে ।