পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

চুক্তিভিত্তিক পৌরকর্মীদের ভোটে ব্যবহারের ভাবনা তৃণমূলের ! কমিশনে চিঠি অর্জুনের - Lok Sabha Election 2024

Arjun Singh: পৌরসভার চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনে ব্যবহারের উদ্যোগ নিয়েছে তৃণমূল ৷ এই অভিযোগ তুলে ভোটে কারচুপি ঠেকাতে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

Arjun Singh
Arjun Singh

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 10:25 AM IST

ব্যারাকপুর, 8 এপ্রিল: ভোটে কারচুপি করতে পৌরসভার চুক্তিভিত্তিক কর্মীদের লোকসভা নির্বাচনে ব‍্যবহার করার উদ্যোগ নিয়েছে এ রাজ‍্যের শাসকদল । এমনই অভিযোগ তুলে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ ও বিজেপি প্রার্থী অর্জুন সিং । ইতিমধ্যে জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনারের কাছে এই সংক্রান্ত চিঠিও দিয়েছেন তিনি ।

সেই চিঠিতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং স্পষ্টত উল্লেখ করেছেন, 2024 সালের লোকসভা নির্বাচনে চুক্তিভিত্তিক পৌর কর্মীদের ভোটের কাজে ব‍্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে । সেই কারণে পৌরসভার চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের প্রশিক্ষণে পাঠানো হচ্ছে । এটা রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ভোটে কারচুপি করার একটা ষড়যন্ত্র । 2021-এর বিধানসভা নির্বাচনেও শাসকদলের এই উদ্যোগ সফল হয়েছিল বলে চিঠিতে অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ ।

জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশে পাঠানো ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্যে নিযুক্ত এজেন্সি বিভিন্ন বিভাগে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করছে নির্বাচনী দায়িত্ব পালনে, যাতে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেওয়া যায় । শাসকদলের এই উদ্দেশ্য ব্যর্থ করতে এবং ভোটে কারচুপি ঠেকাতে জাতীয় নির্বাচন কমিশন যাতে তৎপর হয় সেই আরজিও জানিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। শুধু তাই নয়, সুষ্ঠু এবং অবাধ ভোট করাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি অন‍্য রাজ‍্য থেকে কর্মীদের নিয়ে আসার আবেদনও জানানো হয়েছে অর্জুনের তরফে।

আর পদ্ম প্রার্থী অর্জুন সিংয়ের জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া ও চিঠিতে একগুচ্ছ অভিযোগ তোলায় ভোটের মুখে এ নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি । যদিও এই বিষয়ে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অর্জুন সিংকে গুরুত্ব দিতে চায়নি শাসক শিবির । উলটে কটাক্ষ করেছে তাঁরা । বিষয়টি নিয়ে রাজ‍্যের মন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ও কী অভিযোগ করল না করল তাতে কিছু যায় আসে না । এসব হারের আশঙ্কা । ওর কথা ব‍্যারাকপুরের মানুষ আর বিশ্বাস করে না । ভোটের ফলাফলই তা প্রমাণ করে দেবে । এটুকু বলতে পারি ।"

জাতীয় নির্বাচন কমিশনে চিঠি অর্জুন সিংয়ের

প্রসঙ্গত, হাইভোল্টেজ ব্যারাকপুর কেন্দ্রে এবার মুখোমুখি লড়াই হতে চলেছে যুযুধান দুই রাজনীতিক অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের। তৃণমূল দলে থাকাকালীন একসময়ে পার্থর সতীর্থ ছিলেন অর্জুন। যদিও কখনোই দু'জনের সম্পর্ক মধুর ছিল না । টিকিট না-পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরেই আবারও ব্যারাকপুর কেন্দ্র থেকে পদ্ম প্রার্থী করা হয় পার্থ ভৌমিকের চির প্রতিদ্বন্দ্বী অর্জুন সিংকে ।

প্রার্থী হওয়ার পর থেকেই পার্থর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন সদ‍্য তৃণমূলত‍্যাগী এই বিজেপি নেতা । কখনও মন্ত্রী পার্থ ভৌমিকের সম্পত্তির বহর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । আবার কখনও পার্থ-শাহজাহান যোগের অভিযোগ তুলে নিশানা করেছেন একসময়ের তাঁর সতীর্থকে । তারই মধ্যে এবার ভোটে কারচুপি ঠেকাতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে চিঠি দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ।

আরও পড়ুন:

  1. রামনবমীতে ব্যারাকপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কা, কমিশনকে চিঠি অর্জুনের
  2. ভোটের দিন ব্যারাকপুরে 'অর্জুন' ম্যাজিক হবে, পার্থকে হুশিয়ারি পদ্মপ্রার্থীর
  3. 100 শতাংশ কাজের দাবি, 'ডিগবাজি' অর্জুনের পাঁচ বছর

ABOUT THE AUTHOR

...view details