ব্য়ারাকপুর, 11 মার্চ:ব্যারাকপুর থেকে টিকিট দেয়নি তৃণমূল, যার জেরে অসন্তোষ যে বাড়ছে অর্জুনের তা রবিবারের পর সোমবারও তাঁর কথা থেকে স্পষ্ট হয়ে গেল ৷ একই সঙ্গে, দল বদলের জল্পনা এদি‘ও জিইয়ে রাখলেন অর্জুন ৷ তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে বলেও জানালেন অর্জুন সিং ৷ অভিমানী অর্জুনের দাবি, তৃণমূলে আসা কিছুটা ভুল হয়েছে তাঁর ৷
এদিন বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, "গতকাল (রবিবার) দলের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ৷ এখন একটু ধাতস্থ হয়েছি ৷" তবে এখনও তিনি কোনও সিদ্ধান্ত নেননি বলে এদিনও জানিয়েছেন অর্জুন ৷ তাঁর কথায়, "এখনও কোনও সিদ্ধান্ত নিইনি ৷ কর্মীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব ৷" তবে কি অর্জুন সিং নির্দলে দাঁড়াবেন ? যার সহাস্য উত্তরে অর্জুন বলেন, "পাগল, মাথাখারাপ নাকি ! অর্জুন সিং বিনা টিকিটে কোথাও যায় না ৷ সব জায়গায় টিকিট কেটে যাই ৷" তবে ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান ব্য়ারাকপুরের বিদায়ী সাংসদ ৷ তবে তাতে যে চিঁড়ে খুব একটা ভেজেনি তাও এদিন বোঝা গেল অর্জুনের কথা থেকেই ৷
বিজেপির টিকিটে সাংসদ হওয়ার পর ফের তৃণমূলে ফেরত এসেছিলেন অর্জুন সিং ৷ ব্যারাকপুরে তিনিই ফের রাজ্যের শাসক দলের প্রার্থী হবেন বলে ধরেও নিয়েছিলেন অর্জুন ৷ প্রার্থী হওয়ার আশা নিয়েই রবিবার ব্রিগেড ময়দানে পা রেখেছিলেন ব্যারাকপুরের সাংসদ ৷ কিন্তু অর্জুন এবং তাঁর অনুগামীদের অবাক করেই ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তারপর থেকেই জল্পনা শুরু হয়, ফের কি তাহলে বিজেপিতে ফিরছেন অর্জুন সিং?